লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়ায় আক্রান্ত পুলিশ, উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা বলছেন বিধায়ক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায়। সুত্রের খবর, এদিন সকাল থেকেই লকডাউন অমান্য করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন টিকিয়াপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। কেউ কেউ বাইকে করেও টহলও দিচ্ছিল বলে জানায় পুলিশ।

এরপর লকডাউন অমান্য করায় টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডে উপস্থিত হয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে এলাকা বাসিন্দাদের খন্ডযুদ্ধ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় র‍্যাফ। উপস্থিত হন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলিলিয়াস রোড এলাকা।

আশপাশের দোকান এবং পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে থাকে উত্তেজিত জনতা। র‍্যাফের লোকজনদের মারধর করা হয় বলে অভিযোগ।

রেড জোন কলকাতার কন্টেনমেন্ট জোন ২২৭, কোন কোন এলাকা?

এ বিষয়ে মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করে দ্য কোয়ারি। তিনি বলেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। টিকিয়াপাড়ার মানুষ শান্তি প্রিয় মানুষ। এই এলাকার মানুষ দুর্গাপূজা এবং ঈদ একসঙ্গে পালন করে। তিনি আরও বলেন, হাওড়া জেলা তথা পশ্চিম্বঙ্গকে করোনা মুক্ত করতে গেলে আমাদের সকলকে সংযত হতে হবে।

তিনি আরও বলেন পুলিশ যেভাবে সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে আমাদেরকেও তাদের সহযোগিতা করতে হবে। তবে এই ঘটনার পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

সম্পর্কিত পোস্ট