Locket Chatterjee : “দ্রুত জয়প্রকাশদের খুঁজে বের করা হবে দল থেকে”- বিস্ফোরক লকেট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এর পরেই কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে গেরুয়া শিবির। জয়প্রকাশ মজুমদারের যোগদানের পরই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল তালিকায় আরও অনেকেই রয়েছেন। তবে কারা তারা সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি তৃণমূল।

তৃণমূলের পক্ষ নিয়েই এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee )।  তিনি জানিয়েছেন, “আরো তিন চার জন জয়প্রকাশ দলের মধ্যেই রয়েছে। দ্রুত তাদেরকে চিহ্নিত করা হবে।”  এখানেই থেমে থাকেননি বিজেপি নেত্রী। তাঁর কথায়, “যারা দলের মধ্যে থেকে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করা হবে। যত তাড়াতাড়ি তারা দল ছেড়ে চলে যাবেন ততই মঙ্গল হবে।”

Locket Chatterjee

লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee ) জানান, ইতিমধ্যেই দল সেই সমস্ত জয়প্রকাশদের খোঁজার কাজ শুরু করে দিয়েছে। সবাই বুঝতে পারছে কারা তৃণমূলের সঙ্গে সেটিং করে চলার চেষ্টা করছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ কেউ এখনো থেকে গিয়েছে তারা মুখে স্বীকার না করলেও তলে তলে দলের সমস্ত খবর বিরোধীদের কাছে পাঠিয়ে দিচ্ছে।

প্রসঙ্গত, এভাবে জয়প্রকাjশ মজুমদারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মেনে নিতে পারেননি বিজেপির একাংশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনেকেই ভেবেছিলেন লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee ) বিক্ষুদ্ধ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর থেমে যাবে বিদ্রোহের ঝড়।

১০০ দিনের কাজে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, ‘‌ওঁরা যত গর্জন করে তত বর্ষায় না’ -বিজেপিকে কটাক্ষ মমতার

কিন্তু সোমবার লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee ) বৈঠক করার পর মঙ্গলবার সকলকে অবাক করে দিয়ে নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক সভায়  ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয় তৃণমূলে যোগদান করার পর একই সঙ্গে পদ পেয়েছেন তিনি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে জয়প্রকাশ মজুমদার কে।

সম্পর্কিত পোস্ট