দূর্ঘটনার কবলে লোকমান্য তিলক এক্সপ্রেস , যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

সূত্রের খবর, প্রায় ৩৫-৪০ জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ওড়িশার কটকে দূর্ঘটনার কবলে লোকমান্য তিলক এক্সপ্রেস । সূত্রের খবর বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ দূর্ঘটনার কবলে পড়ে মুম্বই ভূবনেশ্বরগামী ট্রেনটি। প্রায় ৭ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

দূর্ঘটনার পরই যাত্রীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। পাঠানো হয় একটি মেডিক্যাল টিম। সূত্রের খবর, প্রায় ৩৫-৪০ জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ ফের রাতের অন্ধকারে ছাত্রদের ওপর হামলা, জেএনইউ –এর পর বিশ্বভারতী

একইসঙ্গে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর ১০৭২।

দূর্ঘটনার কবলে লোকমান্য তিলক এক্সপ্রেস ,কিন্তু কীভাবে ঘটল এই দূর্ঘটনা?

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ভোরের ঘন কুয়াশাই এই দূর্ঘটনার অন্যতম কারণ।

বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের কথায়, কটকের সালাগাঁও ও নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ৫টি বগি।

পেছন থেকে মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা দেওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনার পরই যাত্রী সুরক্ষা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মীর অভাব দূর করতে কেন্দ্রীয় সরকার লোক নিয়োগের কথা ঘোষণা করলেও তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। ‘সেফটি ক্যাটেগরি’র বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মীর অভাবে যাত্রী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

রেল মন্ত্রক সূত্রের খবর, সব জ়োনেই কর্মীর অভাব গড়ে ২০ শতাংশের কাছাকাছি।

এই সমস্যার সমাধান কবে হবে তার উত্তর কার্যত অধরা…

সম্পর্কিত পোস্ট