সাত সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভে অচল লোকসভা
দলীয় সাত সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে অধিবেশনের শুরুতেই কংগ্রেসের বিক্ষোভে অচল হয়ে গেল লোকসভা।
দ্য কোয়ারি ডেস্ক : দলীয় সাত সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে অধিবেশনের শুরুতেই কংগ্রেসের বিক্ষোভে অচল হয়ে গেল লোকসভা।
কংগ্রেসের বিক্ষোভে অচল লোকসভা
গত সপ্তাহের প্রায় প্রতিটি দিনই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদ। সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।
দিল্লি উত্তরপূর্বের সাম্প্রদায়িক হিংসা নিয়ে বিতর্কের দাবিতে লোকসভার ভিতরে তুমুল হৈ হট্টগোল শুরু করে বিরোধীরা।
বিরোধীদের বিক্ষোভে বারবার অধিবেশন মুলতুবি হয়ে যায়। সংসদ ভবনের বাইরেও বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা।
আরও পড়ুন : বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। সন্ধ্যা গড়াতেই সেই ঘটনা ঘটল। বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
লোকসভার ভিতরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখানোর কারণে কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে।
কংগ্রেসের সাত সাংসদকে চলতি অধিবেশন থেকে বরখাস্ত করেন অধ্যক্ষ ওম বিড়লা।
যদিও দিল্লির সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনায় রাজি হয় সরকার। বুধবার তানিয়ে বিতর্ক হবে বলে জানিয়ে দেন অধ্যক্ষ।
কিন্তু এদিন অধিবেশনের শুরুতেই দলের সাত সাংসদকে বরখাস্ত করার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরা।
কংগ্রেসের বিক্ষোভে অচল লোকসভা,‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান
তাঁদের সঙ্গে গলা মেলান ডিএমকে-র সাংসদরাও। ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান দিতে থাকেন তাঁরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান।
ফলে অধিবেশন বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। ফের অধিবেশন শুরু হলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস ও ডিএমকে সাংসদরা।
আরও পড়ুন : কমলনাথের মন্ত্যবের পরেই বিধায়কদের নিয়ে দিল্লি রওনা দিল বিজেপি
অধ্যক্ষের আসনে তখন বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়াল।
তিনি ওই সাংসদদের নিজ নিজ আসনে গিয়ে বসতে বললেও কেউই তাঁর কথাকে আমল দেননি। তাঁরা শ্লোগান দিতে থাকেন।
ফলে প্রবল হট্টগোলের মধ্যে এদিন দ্বিতীয়বার মুলতুবি হয় লোকসভার অধিবেশন।
উল্লেখ্য, ধারা ১৯৩ অনুযায়ী এদিন অধিবেশনে আলোচনার তালিকায় দিল্লির সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে রাখা হয়েছে। যদিও এই ধারায় ভোটাভুটির কোনও ব্যবস্থা নেই।