হাথরাস থেকে নজর ঘোরাতেই এরাজ্যে মতুয়া সম্প্রদায়ের বাড়িতে মধ্যাহ্নভোজ শাহের, কটাক্ষ ফিরহাদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  বুধবার রাতেই পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রাতে পটাশপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আশ্বাস দেন ঘটনার নিরপেক্ষ তদন্তের। অর্থাৎ এর থেকেই স্পষ্ট বুধবারের রাত থেকেই শাসকদলকে কার্যত হুঁশিয়ারী দেওয়া শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে বাঁকুড়া পৌঁছন তিনি। সেখানে জনসভায় রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়ানোই হবে বিজেপি সরকারের মূল লক্ষ্য।

এরপরই অমিত শাহের বক্তব্যের পাল্টা বিরোধীতায় নেমে পড়েছে শাসকদল। এদিন কলকাতা থেকে অমিত শাহকে একহাত নিলেন ফিরহাদ হাকিম।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-will-make-government-with-two-third-majority-said-amit-shah/

হাথরাসের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, অমিত শাহ কলকাতায় এসে মতুয়াদের হাত থেকে খাবার খাবেন। কিন্তু অন্যদিকে ইউপিতে আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে হচ্ছে এবং পরে তাদের জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে।

পাশাপাশি তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে তা ঢাকতেই কলকাতায় এসে মতুযাদের বাড়িতে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অমিত শাহ। আসলে পুরোটাই লোক দেখানো। বিজেপি বিভাজনের রাজনীতি করে। কিন্তু বাংলা ঐক্যের রাজনীতি করে। মতুযাদের বাড়ি বা সংগঠন ইউনিভার্সিটি সবকিছুই করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা কিন্তু কখনোই এক দিনের বিজেপির আসা যাওয়াতে ভুলে যাবে না মতুয়া সম্প্রদায়ের মানুষ।

প্রসঙ্গত, করোনা আবহে দুর্গাপুজোর শেষে ও কালীপুজোর প্রাক্কালে অমিত শাহের বাংলা সফরকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এদিনের জনসভা থেকে অমিত শাহ যে নির্বাচনী ডঙ্কা বাজিয়ে দিলেন তা বোধহয় বুঝতে কারোরই বাকি নেই।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/cbi-raid-four-places-in-kolkata/

অন্যদিকে অমিত শাহ কলকাতায় পা রাখার আগেই মতুয়া উন্নয়নে ১০ কোটি টাকার বরাদ্দে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তপশিলি, বাগদি, বাউরি, মতুয়া-সহ বেশ কিছু মানুষের সঙ্গে; বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরির কথা; ঘোষণা করেন তিনি। এরপরই নাম না করে, অমিত শাহের বাংলা সফরকে আক্রমণ করে তিনি বলেন, “এখন নতুন অনেকে এসেছেন। আমি বহুদিন ধরেই মতুয়াদের সঙ্গে রয়েছি। পাশে রয়েছি”।

সম্পর্কিত পোস্ট