দুর্মূল্যের বাজারে দাম কমল গ্যাসের
মার্চের শেষে একধাক্কায় অনেকটা কমানো হল LPG-র মূল্য । ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমল ৬৩ টাকা ।
দ্য কোয়ারি ওয়েব ডেস্ক- নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেসজুড়ে লকডাউন । চারিদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল ।
লকডাউনের সঙ্গে তালমিলিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম । এসবের মধ্যে মধ্যবিত্তকে সাময়িক স্বস্তি দিল রান্নার গ্যাস ।
মার্চের শেষে একধাক্কায় অনেকটা কমানো হল LPG-র মূল্য । ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমল ৬৩ টাকা ।
কোথার কত হল গ্যাসের দাম
কলকাতায় সিলিন্ডার পিছু গ্যাসের দাম হল ৭৭৪ টাকা ৫০ পয়সা ।
দিল্লিতে সিলিন্ডার পিছু দাম হয়ছে ৭৪০ টাকা ।
মুম্বইয়ে রান্নার গ্যাসের নতুন দাম ৭১৪ টাকা।
চেন্নাইয়ে দাম কমে হল ৭৬১ টাকা ।
এপ্রিলের শুরু থেকেই নতুন দাম কার্যকর হল । উল্লেখ্য,এর আগে গত মাসেও ৫৬ টাকা দাম কমানো হয়েছিল।
লকডাউনের জেরে গরিব মানুষের যাতে রান্নার সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত প্রতিটি পরিবারকে বিনামুল্যে ৩টি করে রান্নার গ্যাস দেওয়া হচ্ছে ।
ইতিমধ্যেই উজ্জ্বলা প্রকল্পের অধীনে থাকা পরিবারগুলি এর সুবিধা পাওয়া শুরু করেছেন । এবার সাধারণ মধ্যবিত্তও সাময়িক স্বস্তি পেল ।
[ আরও পড়ুন : আপনার ইএমআই কি দিতে হবে ? নাকি আরবিআইয়ের নির্দেশিকায় ৩ মাস ছাড় পাচ্ছেন, জেনে নিন ]
লকডাউনের জেরে গ্যাসের ডেলিভারির সমস্যায় এমনিতেই জেরবার কলকাতার বাসিন্দারা ।
ডেলিভারি বয়ের অভাবে অনেক সময় সময়মতো গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না । সেই সমস্যার মধ্যে দাম কমার সিদ্ধান্ত নিশ্চিত ভাবে হাসি ফোটাবে আমজনতার মুখে ।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এক লাফে বেড়েছিল সাড়ে ১৯ টাকা । সেই সময় ৭২৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হচ্ছিল গ্যাস ।
৩১ দিনের মাথায় ফের ২১টাকা ৫০ পয়সা বাড়ে রান্নার গ্যাসের দাম । জানুয়ারির ১২ তারিখ এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ।
কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম তখন দাঁড়ায় ৮৯৬ টাকা ।
মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে ।
কংগ্রেস-সহ বিরোধীরা কেন্দ্রের সমালোচনায় সরব হয় । উত্তরপ্রদেশ বিধানসভায় তো কংগ্রেস বিধায়করা সিলিন্ডার বয়ে নিয়ে যান প্রতিবাদ দেখাতে ।
তারপরই লাগাতার ২ মাস কমিয়ে মধ্যবিত্তের সাময়িক স্বস্তি দিল এলপিজির দাম ।