অসুস্থ শোভন এবং মদন, প্রেসিডেন্সির ভিতরে প্রবেশের জন্য অকাতরে আবেদন বৈশাখীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সকাল থেকে চরম নাটকীয়তা। নিজাম প্যালেস থেকে মধ্যরাতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হল নারদ কাণ্ডে অভিযুক্ত চার নেতা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখার্জীকে৷ রাত সাড়ে তিনটে নাগাদ অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। তখনই তাঁদেরকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়৷
তৃণমূল সূত্রের খবর, ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রের। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল মদন মিত্রের। অক্সিজেন দেওয়া হয় তাঁকে। এই মুহুর্তে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন তিনি।
অন্যদিকে, রাত্রিবেলায় প্রেসিডেন্সি জেলের বাইরে শোভন চট্টোপাধ্যায়ের জন্য কান্নায় ভেঙে পড়েন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নিজের বন্ধুকে ওষুধ খাওয়ানোর জন্য কাতরভাবে নিবেদন করেন বৈশাখী। অভিযোগ তোলেন, তাঁর সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে। শোভন চট্টোপাধ্যায়ের হাই সুগার রয়েছে তাঁকে খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।
প্রেসিডেন্সি জেলের দরজায় ধাক্কা ধাক্কা দিতে বলতে শোনা যায়, অনেক হয়েছে সকাল থেকে আপনাদের। দরজা না খুললে আজ আমার পাশ যাবে।
সোমবার সকাল বেলায় নারদকাণ্ডে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে সিবিআই। যার মধ্যে দুই জন রাজ্যের মন্ত্রী। বেআইনিভাবে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দোপাধ্যায়৷ নিজাম প্যালেসে নিজে উপস্থিত হন তিনি। সোমবার ব্যাঙ্কশাল কোর্টে জামিনের পর ফের বিষয়টি হাইকোর্টে গড়ায়। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। বুধবার অবধি চার জনকে হেফাজতে নিয়েছে সিবিআই৷