উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশ, এক সপ্তাহে নাবালিকাকে দু’বার অপহরণ করে লাগাতার ধর্ষণ
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের পর এবার নারকীয় ঘটনা ঘটলো মধ্যপ্রদেশে। ১৩ বছরের এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ একবার নয় ৫ দিনে ওই দু’বার ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ জানুয়ারি ওই নাবালিকাকে অপহরণ করে এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি এবং তার ছয় সঙ্গী মিলে ওই নাবালিকাকে দুদিন ধরে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। হুঁশিয়ারি দেওয়া হয় কেউ জানলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। সূত্রের খবর যে ব্যক্তি অপহরণ করেছে সে নাবালিকার পূর্ব পরিচিত।
১১ ই জানুয়ারি ফের ওই কিশোরীকে অপহরণ করা হয়। তারপর জঙ্গলে নিয়ে গিয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। বাড়ি ফেরার রাস্তায় দুই ট্রাক ড্রাইভার মিলে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
স্বাস্থ্য সাথীর কার্ডে বেড নেই, রোগী ফেরানোর অভিযোগ বারাসাতের বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে
শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। নাবালিকার বয়ানের ভিত্তিতেই বেশ কয়েকটি দল গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাতজনকে। দুই ট্রাক ড্রাইভারের খোঁজ চলছে।
প্রসঙ্গত এই ঘটনা যখন ঘটছে, তখন পনেরো দিন ধরে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নিয়ে সচেতনতার জন্য প্রচার চালাচ্ছে শিবরাজ সিং চৌহানের সরকার। এই প্রচারাভিযানের নাম দেওয়া হয়েছে ‘সম্মান’। তার মাঝে গত ছয় দিনে কমপক্ষে চারটি ঘটনা সামনে এসেছে। প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষার বিষয়টি নিয়ে।
উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশে নারী নির্যাতনের এইরকম ঘটনা একের পর এক সামনে আসায় কোণঠাসা হয়েছে বিজেপি সরকার। বিরোধীদের দাবি, বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশের ঘটনা ফের সে কথাই প্রমাণ করলো।