বিদ্যুতের দাবিতে অবরোধ মধ্যমগ্রাম চৌমাথা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : বিদ্যুতের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মধ্যমগ্রামের চৌমাথা এলাকায়।
পুলিশের সঙ্গে বচসা,ধস্তাধস্তি কিছুই বাদ গেলনা আন্দোলন কারীদের।তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।এমনকি,তিন আন্দোলন কারীকে আটক করে থানাতেও নিয়ে যায় পুলিশ।তার ফলে ঘৃতাহুতি হয় আন্দোলনে।ক্ষুব্ধ বাসিন্দারা আটকদের ছাড়াতে ফের মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ শুরু করে।
তুমুল বিক্ষোভে শেষ পর্যন্ত চাপে পড়ে আটক তিনজনকে ছাড়তে বাধ্য হয় পুলিশ।তারপরই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।
তবে,যে ইস্যুতে পথ অবরোধ,সেই বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে,সে-নিয়ে কোনও সদুত্তর মেলেনি মধ্যমগ্রাম থানার তরফে।
এমনকি,লাঠিচার্জের অভিযোগও মানতে চায়নি পুলিশ।তাঁদের দাবি,”যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের জেরে যানজটের সৃষ্টি হচ্ছিল।প্রথমে আন্দোলন কারীদের অনুরোধ করা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য।কিন্তু,তাতে আমল না দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ায় আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।এর বেশি তেমন কিছু হয়নি সেখানে”।
স্থানীয় সূত্রে জানা গেছে,আমফানের তান্ডবে গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই মধ্যমগ্রাম বাদু রোড সংলগ্ন এলাকায়।এর জেরে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেখানকার বাসিন্দারা।যারা অসুস্থ তাঁদের অবস্থা যথেষ্ট সঙ্গীন। বিদ্যুৎ না থাকায় অসুস্থরা আরও অসুস্থ হয়ে পড়ছিলেন বলে অভিযোগ।
বিদ্যুৎ সাপ্লাই অফিস থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে বারবার জানানো হলেও তাঁরা কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ।এরপরই আজ দুপুরে বাদু রোডের আশেপাশের বাসিন্দারা একত্রিত হয়ে মধ্যমগ্রামের যশোর রোডের চৌমাথায় অবরোধ করেন। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ।অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে।
খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ।তাঁরা প্রথমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন।অনুরোধ করা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য।কিন্তু,তাতে কাজ না হওয়ায় জোর করে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ।তাতে পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে।
আটক এক যুবতী বলেন,”তিনদিন কেটে গেলেও বিদ্যুৎ আসেনি বাদু রোড সংলগ্ন এলাকায়।পুলিশকে বারবার বলা হলেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ করেনি।উল্টে আমাদের বলা হয়,আপনারা যা ইচ্ছে তাই করুন।বাড়িতে অসুস্থ লোক রয়েছে।বিদ্যুৎ না থাকলে তাঁদের অবস্থা কি হয় একবার ভাবুন!আমরা শান্তিপূর্ণ ভাবেই অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছিলাম।কিন্তু,পুলিশ এসে আচমকাই লাঠিচার্জ শুরু করে।আমাকেও ধাক্কাধাক্কি ও লাঠি দিয়ে মারধর করা হয়েছে।জোর করে টানতে টানতে থানায় নিয়ে গেছে পুলিশ।পায়ে চটি পর্যন্ত গলাতে পারেনি।এটা কোন ধরনের আচরন!”