পরীক্ষা খারাপের জেরে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
মৃত ছাত্রীর মামা মোয়াজ্জেম হোসেন বলেন, আগেরবার মাধ্যমিকে ব্যাক এসেছিল তার ভাগ্নির । এবারও পরীক্ষা দিয়ে এসে চুপচাপ ছিল। হয়ত অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে।
দ্য কোয়ারি ডেস্ক- গলায় ফাঁস লাগানো অবস্থায় মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হল মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ। মৃতার নাম সোনিয়া পারভিন(১৭)।
অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ার কারণে মেয়েটি আত্মঘাতী হয়েছে বলে অনুমান পরিবারের।
সুত্রের খবর, ওই পরীক্ষার্থী বংশীহারী ব্লকের কুশকারি উচ্চ বিদ্যালয়ে পড়ত। এবার মাধ্যমিকে তার সিট পরে বংশীহারী উচ্চ বিদ্যালয়ে।
সোমবার অঙ্ক পরীক্ষা দিয়ে এসে বাড়িতে চুপচাপ ছিল মেয়েটি। রাতে স্বাভাবিক ভাবেই খাওয়াদাওয়া করে শুতে গিয়েছিল নিজের ঘরে।
সকালে মেয়ের উঠতে দেরি দেখে ডাকাডাকি করে বাড়ির লোকেরা। কিন্তু ঘর থেকে কোনো সাড়া না মেলায় ভেঙ্গে ফেলা হয় দরজা ।
ঘরের ভেতরে মেয়েটির ফাঁসে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকেরা।
খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রীর মামা মোয়াজ্জেম হোসেন বলেন, আগেরবার মাধ্যমিকে ব্যাক এসেছিল তার ভাগ্নির।
এবারও পরীক্ষা দিয়ে এসে চুপচাপ ছিল। হয়ত অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে।
তবে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে বাড়ির কেউ কিছুই বলেনি সোনিয়াকে।ঘটনায় শোকের ছায়া এলাকায়।