করোনা পরিস্থিতিতে মাধ্যমিক নয়, বার্তা পর্ষদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের করোনা পরিস্থিতি সংকটজনক। করোনার হাত থেকে মুক্ত নয় পশ্চিমবঙ্গ। এমত অবস্থায় মাধ্যমিক পরীক্ষা নেওয়া অসম্ভব বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা বাতিল? নাকি পিছানো হবে পরীক্ষার তারিখ? সেবিষয়ে এখনও অবধি পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।
১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঠিক ছিল ১০ জুন অবধি চলবে পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতিতে এখনই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ।
কিন্তু পরীক্ষা বাতিল অথবা পরীক্ষার পরিবর্তিত তারিখ সম্পর্কে কিছুই জানানো হয়নি পর্ষদের তরফে। কবে মার্কশিট দেওয়া হবে সেবিষয়েও পর্ষদের অন্দরে আলোচনা জারি রয়েছে।