করোনার প্রভাবে এবার মাধ্যমিকে পাশের হারে রেকর্ড

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল( Madhyamik Exam Result)। সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের ডিরোজিও ভবনে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

১০ টা থেকে ওয়েবসাইটে (Website) ফল জানতে পারছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা না হওয়ায় পাশের হার রেকর্ড গড়বে বলে মত, বিশেষজ্ঞমহলের। যে ওয়েবসাইটগুলোর মধ্যে দিয়ে ফল জানা যাবে তা হল – www.wbbse.wb.gov.inwww.exametc.com ,  http://wbresults.nic.in ।

পরীক্ষা না হওয়ায় এবার মেধাতালিকা প্রকাশিত হবে না। স্কুল থেকে মার্কশিট নিতে হবে অভিভাবকদের।নম্বরে খুশি না পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে।এবছর মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন পেয়েছে ৬৯৭। 

১০লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি। এ বছর পাশের হার ১০০ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৬৯৭।

চোখ জ্বলছে পেট্রোলে, প্রতিবাদের অস্ত্র সাইকেল

করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে বিতরণ করা হয়নি। এবারে ছাত্র-ছাত্রীদের মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড দেবে পর্ষদ। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার মার্কশিট ও দশম শ্রেণির অভ্যন্তরীন মূল্যায়ণ ৫০-৫০ শতাংশ হারে নিয়ে মার্কশিট তৈরি হবে।

আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হবে৷ ওই দিন দুপুর ৩টে নাগাদ বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস৷ তখনই ফল ঘোষিত হবে৷ বিকেল ৪টের পর সংসদের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা৷

সম্পর্কিত পোস্ট