মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচী ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘোষিত হল মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন। ২০২২ সালের ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। শেষ হবে  ১৬ এ মার্চ। ২ এপ্রিল থেকে শুরু হবে   উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সাংবাদিক বৈঠকে জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে (Westbengal Madhyasikhsa parsad), ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা হবে বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে টেস্ট পরীক্ষা (Examination)।

  • ৭ মার্চ প্রথম ভাষা,
  • ৮ মার্চ দ্বিতীয় ভাষা,
  • ৯ মার্চ ভূগোল,
  • ১১ মার্চ ইতিহাস,
  • ১২ মার্চ জীবনবিজ্ঞান,
  • ১৪ মার্চ অঙ্ক,
  • ১৫ মার্চ ভৌতবিজ্ঞান এবং
  • ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে জানানো হয়েছে, মোট ৫৬ টা বিষয়ের উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। একাদশে (XI) রয়েছে ৬০টি বিষয়ে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক দ্বাদশের (XII) পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত। একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত।

স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়ালো রাজ্য

উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলো স্কুলগুলিই পরিচালনা করবে। প্রথম পরীক্ষা ২ এপ্রিল শনিবার। এরপর ৪ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১১ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৮ এপ্রিল, ২০ এপ্রিল পরীক্ষা হবে।

সূত্রের খবর, এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৯ হাজার ৯৯১ টি স্কুলের পড়ুয়ারা। এর পাশাপাশি, প্রায় ৬ হাজার ৭২৩টি স্কুল রয়েছে। কোভিড বিধি (Covid Protocol) মেনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি । এছাড়াও, কোভিড বিধি মেনে যতখানি পরীক্ষাকেন্দ্র বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট