বোর্ডের চুক্তিতালিকায় নেই নাম, তবে কি ধোনি যুগের অবসান?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুধু থেকেই একটা আঁচ মিলছিল। অবশেষে বৃহস্পতিবার সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এদিন বিসিসিআই বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখনই যে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার যে শেষ, তা বলা সম্ভব নয়।

গত মরশুমে ‘এ’ ক্যাটাগোরিতে নাম ছিল দু’বার বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়কের। কিন্তু নতুন বছরের শুরুতেই ধোনিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।

গত বছরে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে বিদায় নিয়েছিল মেন ইন ব্লুজ। তারপর দু’মাসের জন্য বিশ্রামে ছিলেন ধোনি। কিন্তু ছ’মাস কেটে যাওয়ার পরেও একদিনের ক্রিকেটে ধোনিকে আর দেখা যায়নি। সম্প্রতি কোচ রবি শাস্ত্রীর কাছে ধোনির অবসরের কথা শোনা গিয়েছিল।

আরও পড়ুনঃ লক্ষ্য বিশ্বকাপ, বছরের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের জন্য মরিয়া টিম কোহলি

বহুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু একদিনের ক্রিকেটে ধোনির উপস্থিতি আদতে টের পেতেন অধিনায়ক কোহলি। কিন্তু গত বছরের বিশ্বকাপের পর থেকেই তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি খেলবে, এমনটাই জানায় তাঁর ঘনিষ্ঠমহল। যদিও বৃহস্পতিবার নতুন চুক্তি তালিকা সেই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।

ধোনি ছাড়াও এই তালিকা থেকে বাদ পড়েছেন আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক এবং খলিল আহমেদ। মোট ২৭ জন ক্রিকেটারের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগোরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং যশপ্রিত বুমরাহ।

নতুন তালিকা অনুযায়ী ‘বি’ ক্যাটাগোরি থেকে ‘এ’ ক্যাটাগোরিতে উঠে এসেছেন কেএল রাহুল। নতুন করে দলে জায়গা করে নিয়েছেন মায়াঙ্ক অগরওয়াল।

সম্পর্কিত পোস্ট