অসুস্থতার কারণেই মৃত্যু মইদুলের! ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই দাবী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগে থেকেই অসুস্থ ছিলেন বাঁকুড়ার ডিওয়াইএফআইয়ের নেতা মইদুল মিদ্দা। অসুস্থতার কারণে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের চুড়ান্ত রিপোর্টে উঠে এল এই তথ্য।
বাম ছাত্র যুবদের তরফে নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে মৃত্যু হয়নি মইদুল ইসলামের মৃত্যু হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এমনটাই দাবী পুলিশের।
১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার মইদুল মিদ্দা। ১৫ তারিখে শেক্সপিয়ার সরণীর একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। যদিও বামেদের দাবী পুলিশের লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে মইদুলের।
গোয়েন্দা সূত্রে খবর, মইদুলকে প্রথমে পার্ক স্ট্রিটের একটি হাসপাতালে এবং পরে শেক্সপিয়ার সরনীর একটি হাসপাতালে ভর্তি হয়। কিন্তু পুলিশকে এবিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন বাম নেতৃত্বকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুনঃ West Bengal Assembly Election: নির্বাচনের আগে ভারতী ঘোষের গ্রেফতারীতে ‘না’ সুপ্রিম কোর্টের
কলকাতা পুলিশের মর্গে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়। সোমবার সেই রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হয়। সেখানে বলা হয়, মৃতের শরীরে হৃদপিণ্ড, ফুসফুস সহ একাধিক অঙ্গ অসুস্থতার কারণে বিকল হয়ে গিয়েছিল। সেকারণেই মৃত্যু হয় তাঁর।
একইসঙ্গে বলা হয়, মইদুলের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। পড়ে যাওয়ার কারণে ওই আঘাত হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই আঘাতে মৃত্যু হয়নি মইদুলের এমনটাই জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে।
ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এমনটাই পুলিশ সূত্রে খবর।