ভাইপো আর তোষণের নামে ফের তৃণমূলকে নিশানা অমিত শাহের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃকলকাতা সফরের দ্বিতীয় দিনেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লক্ষ্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে মমতা প্রশাসনকেই দুষেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।
বাংলাকে ‘সোনার বাংলা’ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে রাজ্যে পদ্ম ফোটানোর আহ্বানও জানান তিনি। অমিত শাহ বলেন, ‘মুখ্যমন্ত্রী তিন ধরনের আইন চালাচ্ছেন রাজ্যে। এক তাঁর ভাইপোর জন্য, আরেকটি ভোটব্যাঙ্কের জন্য এবং শেষ আইন বাংলার জনতার জন্য। এরকম প্রশাসন কোথাও দেখতে পাওয়া যায় না।”
সাংবাদিক বৈঠকের শুরু থেকেই তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ ১০ বছর আগে অনেক আশা করে তৃণমূল সরকারকে বাংলায় এনেছিলেন। কিন্তু সেই আশা আজ নিরাশায় পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য হল তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী করার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের রাজনীতিকরণ ঘটিয়েছেন, রাজনীতিকে অপরাধীকরণ করে দিয়েছেন আর ভ্রষ্টাচারকে সাংবিধানিক করে দিয়েছেন। খুব দক্ষতার সঙ্গে, খুব সুষ্ঠভাবে করেছেন। এই প্রথম কোনও রাজ্যে এই তিনটিই একসঙ্গে হয়েছে। একটা দিক হওয়া মানেই সেই রাজ্যের পতন হওয়া। আর বাংলায় তিনটি দিকই রয়েছে।”
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/amit-shah-is-using-dalits-in-voting-politics-abhishek-banerjee/
এরপরই বাংলার মানুষের উদ্দেশ্যে শাহ বলেন, “আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, কমিউনিস্টদের সুযোগ দিয়েছেন, মমতা সরকারকেও সুযোগ দিয়েছেন ১০ বছর। এবার বিজেপিকে দিন। আমরা ৫ বছরে সোনার বাংলা তৈরি করে দেব। দেশের বাকি রাজ্যে যেখানে ক্ষমতায় এসেছি বদল নিয়ে এসেছি। বাংলায় সেই উন্নতির কাজ করতে চাই।”
প্রসঙ্গত, শুক্রবার কলকাতা সফর দক্ষিণেশ্বরের মন্দির দর্শন দিয়ে শুরু করেন অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি যখন বাংলার বিভিন্ন জায়গায় গেলাম তখন হাজার হাজার মানুষ এসেছেন দেখা করতেন। তাঁদের চোখে আমি মমতা সরকারের প্রতি ক্ষোভ দেখেছি। মা-মাটি-মানুষের সরকার তোলাবাজিতে পরিণত হয়েছে। জনতার মধ্যে অদ্ভুত একটা বাতাবরণ তৈরি হয়েছে। এক চোখে মমতা সরকারের বিফলতা, অসংবেদনশীল শাসন, আর অন্য চোখে ছিল মোদীর শাসনের চাহিদা। কারণ তাঁরা জানেন বদল আনতে পারে কেবল ভারতীয় জনতা পার্টি।”