২৬ মাস পর ভারত-বাংলাদেশের যাত্রীবাহী এক্সপ্রেস ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ -এর যাত্রা শুরু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ ২৬ মাস পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে। ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ( Maitree Express ) ও কলকাতা-খুলনার বন্ধন এক্সপ্রেস ( Bandhan Express ) ২৯ মে পুনরায় যাত্রা শুরু করবে।

‘মৈত্রী এক্সপ্রেস’ ঢাকা থেকে যাত্রা শুরু করবে। অন্যদিকে ‘বন্ধন এক্সপ্রেস’ কলকাতা থেকে যাত্রা শুরু করবে। ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করছে ২০০৮ সাল থেকে। বন্ধ হওয়ার আগে বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে এই ট্রেন চলাচল করত। ২৯ মে থেকে এই ট্রেন আগের মতোই চলবে বলে জানা গিয়েছে।

Mitali Express : অপেক্ষার ৫ দিন, অনলাইনে নয় অফলাইনে মিলবে মিতালী এক্সপ্রেসের টিকিট

বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে। বাংলাদেশ থেকে বৃহস্পতি ও রবিবার ২ দিন এই ট্রেন ছাড়বে। ভারত থেকেও আসবে ২ দিন। করোনার কারণে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ২০২০ সালে ১৫ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। আর করোনার সংক্রমণ মাথায় নিয়ে উদ্বোধন হওয়া মিতালী যাত্রাই শুরু করতে পারেনি। সব মিলিয়ে টানা দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল।

করোনা সংক্রমণ কমে যাওয়ার পর ২২ ফেব্রুয়ারি ইন্ডিয়ান রেলওয়েকে চিঠি দেয় বাংলাদেশ রেলওয়ে। সেই চিঠিতে জানানো হয় বাংলাদেশ রেল চলাচলের জন্য প্রস্তুত। ওই চিঠির জবাব ১৭ মে পাঠায় ইন্ডিয়ান রেলওয়ে। এর পরিপ্রেক্ষিতেই ফের উভয় দেশের মধ্যে রেলপথে যোগাযোগ শুরু হতে চলেছে। এতে উপকৃত হবেন বহু মানুষ।

সম্পর্কিত পোস্ট