পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে পড়ল বাসের মাথায়, একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা কিন্নরে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  হিমাচলের কিন্নর জেলায় ভয়াবহ ভূমিধস। পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে নেমে পড়ল বাসের ছাদে। ভয়াবহ এই দুর্ঘটনায় আটকে পড়েছেন প্রায় ৪০ জন। গুরুতর আহত হয়েছেন বাসের চালক এবং তার সহকারী। একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বুধবার দুপুর পৌনে একটা নাগাদ রেকংপেও শিমলা সড়কে এই ঘটনাটি ঘটেছে। আচমকাই পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে এসে বাসের মাথায় পড়ে। এছাড়াও পাথরের নিচে চাপা পড়েছে বেশ কয়েকটি গাড়ি।

স্থানীয় বিধায়ক জগৎ সিং জানিয়েছেন, বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। বাস থেকে পড়ে যাওয়া ওই চালককে উদ্ধার করা হয়েছে, তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তবে পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

জানা গিয়েছে, ওই বাসটি রামপুর থেকে নিছারে যাচ্ছিল, সেই সময়ই বাসটি আটকে পড়ে। কিন্নর জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থানে যাচ্ছেন।

উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি এবার দক্ষিণে জোটের ইঙ্গিত ! দেবেগৌড়ার বাসভবনে দীর্ঘ বৈঠকে ডেরেক

ডেপুটি কমিশনার আবিদ হোসেন সাদিক জানান,  ভাবনানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ। বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে এগিয়ে এসেছে। এলাকার স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণের জেরে হিমাচল প্রদেশের একাধিক পাহাড়ি এলাকায় ধশ নামছে।ক্রমাগত পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে নেমে আসছে সমতলে। যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট