উত্তরপ্রদেশ কংগ্রেসে বড়সড় রদবদল, বঞ্চিত জীতিন এবং রাজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সর্বভারতীয় কংগ্রেসের পূর্ণ সভাপতি পদে নির্বাচনের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন ২৩ জন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তার মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের দুই শক্তিশালী নেতা জীতিন প্রসাদ এবং রাজ বব্বর।
কিন্তু নয়া কমিটিতে বাদ পড়লেন দুজনেই। বরং ৭ জনের ওই কমিটিতে উঠে এল চিঠির বিরোধিতায় সরব নেতাদের নাম। যার নেতৃত্বে থাকবেন সলমন খুরশিদ।
উত্তরপ্রদেশের নির্বাচন হতে বাকি এখনও দু’বছর। কিন্তু গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের ফলাফল দলকে ভাবিয়েছে ৷
সোনিয়া গান্ধী রায়বারেলী রক্ষা করতে পারলেও, সভাপতি পদে থেকেও নিজের আসন রক্ষা করতে পারেননি রাহুল গান্ধী। তাই এবার আগেভাগে রণনীতি ঠিক করেই মাঠে নামতে চাইছে কংগ্রেস।
সলমন খুরশিদ নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন পিএল পুনিয়া, আরাধনা মিশ্র মোনা, এআইসিসি সম্পাদক বিবেক বনশাল, মুখপাত্র সুপ্রিয়া সিনাতে, অমিতাভ দুবে, প্রমোদ তিওয়ারি, অনুরাগ নারায়ন সিং, নির্মল খাতরি, নসিব পাঠান, প্রদীপ জৈন, গজরাজ সিং, নসিমুদ্দিন সিদ্দিকি, ইমরান মাসুদ এবং বালকুমার প্যাটেল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/corona-update-india-is-second-only-to-brazil-in-terms-of-infection/
২০১৭ এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বে সমাজবাদী পার্টির সঙ্গে একজোট হয়ে লড়াই করেছিল কংগ্রেস। কিন্তু সেবারে গেরুয়া শিবিরের কাছে হারতে হয়েছিল ভারতের সবচেয়ে পুরাতন দলকে।
তাই ২০২২ এর বিধানসভা নির্বাচনে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতেই এখন থেকে নতুন সংগঠন করে সংগঠন করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এমনটাই শোনা যাচ্ছে কংগ্রেসের অন্দরে। উত্তরপ্রদেশের নির্বাচনী ইস্তেহার তৈরি করতে নতুন কমিটিকে জোর কদমে কাজে লাগাতে চাইছে কংগ্রেস।
সূত্রের খবর, নয় জন বহিষ্কৃত কংগ্রেস নেতাদের চিঠি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঠানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যার মধ্যে বলা হয় পুর্ণ সভাপতির পদে নির্বাচন না হওয়ার কারণে কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। পরিবার তন্ত্রের বাইরে গিয়ে দলকে সিদ্ধান্ত নেওয়া জন্য সভানেত্রীর কাছে অনুরোধ রাখেন তাঁরা।