‘মেক ইন ইন্ডিয়া’ আসলে ‘বেচো ইন্ডিয়া’: দোলা সেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিলগ্নীকরণ, নিজিকরণ নামে দেশের পাবলিক সেক্টর ইউনিটগুলিকে বেচে দেওয়া হচ্ছে। মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ আসলে ‘বেচো ইন্ডিয়া’। মঙ্গলবার এভাবেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন।

তাঁর কথায়, এককথায় সেল থেকে রেল, বিএসএনএল সব বেচে দিচ্ছে। দেশের সবকিছুকেই বেচে দেওয়ার চেষ্টা করছে এই

সরকার। এদিন এয়ারইন্ডিয়া, রেল, বিএসএনএলের মতো রাষ্ট্রয়াত্ত সংস্থা বিত্রির বিরোধিতা করেন তিনি। সাংসদ দোলা সেনের কথায়, এয়ার ইন্ডিয়া ভারতের জাতীয় উড়ান সংস্থা এবং দেশে ও বিদেশের বাজারে পরিচিত নাম। এয়ার ইন্ডিয়া এবং এর সহকারী সংস্থাগুলি ভারত থেকে ৫০.৬৪ % যাত্রী বিদেশে নিয়ে যায়।

তিনি বলেন, এয়ার ইন্ডিয়া জুলাই ২০১৪ সাল থেকে স্টার অ্যালায়েন্সের সদস্য। এয়ার ইন্ডিয়া ভারতের সিভিল এভিয়েশন সেক্টরে অগ্রণী ভূমিকা নিয়েছে এবং এদের ৮৭ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এমন একটি সংস্থাকে তাকে ১০০ শতাংশ বেঁচে দিচ্ছে ।

এদিন বিএসএনএলের কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। দোলা সেনের কথায়, কেন্দ্রীয় সরকার গত ছয় বছরে বিএসএনএলকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিএসএনএলকে বিক্রি করার লক্ষ্যে ৭৫ হাজার শ্রমিককে ভিআরএস দিয়েছে, ২৫ হাজারকে লেওফ দেওয়া হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/completely-healthy-sourav-ganguly-he-will-return-home-on-thursday-morning/

২০১৯ সালের নভেম্বর মাসে তাদের কর্মীদের স্বেচ্ছা অবসর নেওয়ার জন্য বাধ্য করা শুরু হয়েছিল । আরও ভয়ঙ্কর ব্যাপার বিষয় হল যেসব কর্মী স্বেচ্ছা অবসর প্রকল্পের জন্যে আবেদন করেছিলেন তাদের পরের আর্থিক বছর অবধি নিজেদের প্রাপ্যের অপেক্ষা করতে হবে। এর কারণ হল , ২০২০ -র বাজেটে এর জন্যে কোনও পরিকল্পণা করা হয়নি।

ভারতীয় রেল নিয়ে দোলা সেন বলেন, সরকার ঘোষণা করেছে যে তারা পরিষেবাগুলির আরও ভাল করার জন্য ১৫০ টি রুট বেসরকারিকরণ করতে চায়।বেসরকারীকরণ ভারতীয় রেলের উৎপাদনশীল দক্ষতার উন্নতির জন্য সরাসরি কোনও সমাধান হতে পারে ।

যে বেসরকারী সংস্থা প্রথমে আসবে তারা বাকীদের পেছনে ফেলে দেবে এবং বেসরকারীকরণের কোনও সুবিধা কার্যকর হবে না । আমরা সবাই এই সরকারের কিছু নির্দিষ্ট ব্যবসায়িক সংস্থার সাথে ঘনিষ্ঠতা সম্পর্কে অবগত । তাঁর মতে এই বেসরকারীকরণ আসলে বিজেপি সরকারের দালালদের কাছে সরকারী সম্পদ বিক্রি করার একটি অজুহাত।

সম্পর্কিত পোস্ট