মকর সংক্রান্তি উপলক্ষে দই চিঁড়ে উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এনআরসি এবং সিএএ নিয়ে তোলপাড় গোটা দেশ। তাই সম্প্রীতির মেলবন্ধনে সকল মানুষকে একজোট করতে উত্তর কলকাতায় অনুষ্ঠিত হল দই-চিঁড়ে এবং পিঠে পুলি উৎসব।
বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে কলকাতা পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল দই-চিঁড়ে এবং পিঠে পুলি উৎসব। এদিন উৎসবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী তথা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বিমল সিং এবং কলকাতা পুরসভার ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং।