মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারলে আগামীতে বাংলা দখল করবে বিজেপি, দাবি মালতি রাভা রায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আজ বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একুশের বিধানভা নির্বাচনের পরে এটাই প্রথম বঙ্গ সফর শাহের। একুশের বিধানসভা নির্বাচনের সময় শাহ ডাক দিয়েছিলেন, ‘আবকে বার ২০০ পার’। যদিও বঙ্গের জনতা বিজেপির দৌড় থামিয়ে দিয়েছিল ৭৭টি আসনেই।

সেই হারের পরে এটাই প্রথম শাহের বঙ্গ সফর। আজ তাঁর শিলিগুড়িতে একটি কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচি ঘিরে রীতিমত উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। এদিন ওই কর্মসূচিতে যাওয়ার আগে সর্বভারতীয় মহিলা মোর্চার সভাপতি তথা বিধায়িকা মালতি রাভা রায় জানান, মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারলে আগামীতে বাংলা দখল করবে বিজেপি।

এদিন এবিষয়ে সর্বভারতীয় মহিলা মোর্চার সভাপতি তথা বিধায়িকা মালতি রাভা রায় বলেন,  “ভোটে পরবর্তী হিংসার পর আজ প্রথম অমিত শাহজী বাংলা আসছেন। তার সঙ্গে দেখা করে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনের কর্মসূচী শুরু করবো। ওই  কর্মসূচীতে কোচবিহার জেলা থেকে ১০-১৫ হাজার মানুষকে নিয়ে রওনা দিচ্ছি।“

Mamata Banerjee : আমরা করছি লক্ষ্মীর ভান্ডার, বিজেপি করছে কুৎসার ভাণ্ডারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও বলেন,  “অমিত শাহজীর সাথে কথা বলে আসার পর আমরা জেলায় বিভিন্ন কর্মসূচী শুরু করবো। আর পঞ্চায়েত নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে  পরবর্তীতে বাংলা দখল করবে বিজেপি।“

এদিন শাহের কর্মসূচিতে কোচবিহার থেকে বিজেপির নেতা কর্মীদের নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে নিউ কোচবিহার রেল স্টেশন থেকে রওনা দেওয়ার আগে সর্বভারতীয় মহিলা মোর্চার সভাপতি তথা বিধায়িকা মালতি রাভা রায় আক্রমন করেন রাজ্য সরকারকে। দিন তিনি ছাড়াও কোচবিহার মহিলা মোর্চার সভাপতি অর্পিতা নারায়ণ, কোচবিহার শহর মণ্ডল সহ-সভাপতি পবন বুরচা, অজয় সাহা সহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট