রাতারাতি অরেঞ্জ জোন থেকে রেড জোনে মালদা, ক্রমশ বাড়ছে উদ্বেগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অরেঞ্জ জোন থেকে রেড জোন ঘোষণা হওয়ার পর থেকেই মালদা জেলা জুড়ে শুরু হয়েছে করোনা আতঙ্ক।

ইতিমধ্যেই একজনের পজেটিভ দেখা গিয়েছে। এরপর থেকেই বিভিন্ন গ্রাম সিল করতে শুরু করেছে গ্রামবাসীরা। এদিকে জেলার বিভিন্ন এলাকা দিয়ে মালদার বিভিন্ন জায়গায় ঢুকতে শুরু করেছে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। যা মাথাব্যথার কারণ হয়েছে প্রশাসনের কাছে।

শহরাঞ্চলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গ্রামে-গঞ্জে চলছে ত্রাণ নিয়ে হাহাকার। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও, তা দিয়ে মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না।

করোনা কাঁটায় মৃত ৩৩

একথা কার্যত স্বীকার করে নিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।

বাধ্য হয়ে তিনি এবার জেলার ক্লাবগুলির দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন সম্প্রতি ক্লাবগুলির সরকারের পক্ষ থেকে মোটা টাকা অনুদান পেয়েছে। সেই টাকাগুলি নিজ নিজ এলাকায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সহ মাক্স স্যানিটাইজার ও অন্যান্য সাহায্যের জন্য খরচা করা যাতে হয়।

এখন এই ক্লাব গুলি পুরসভার আবেদনে কতটা সাড়া দেয় সেটাই দেখার

সম্পর্কিত পোস্ট