মালদায় করোনা আক্রান্তের হদিশ ! রাজস্থান ফেরত ৪ পরিযায়ী শ্রমিকের দেহে ভাইরাসের খোঁজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  মালদায় করোনা আক্রান্তের সংখ্যা হদিশ মালদায়। এবারেও মারণ করোনা ভাইরাসের খোঁজ মিলল চার পরিযায়ী শ্রমিকের দেহে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল সাত।

মালদার হরিশ্চন্দ্রপুর -১ নম্বর ব্লক এলাকায় দুজন পুরুষ ও দুই মহিলার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার রাতে মেডিক্যাল কলেজের ভিআরডিএল ল্যাবে মোট ৯৩ জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ৮৯ জনের রিপোর্টে করোনা নেগেটিভ এলেও ৪ জনের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে।

এই নতুন আক্রান্তের সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও আক্রান্তরা হরিশ্চন্দ্রপুর -১ নম্বর ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

১৩৫ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের রিপোর্ট নেগেটিভ

এর আগেও মালদার মানিকচকে প্রথম করোনা আক্রান্তের হদিস মিলেছিল। দ্বিতীয়টি ধরা পড়েছিল রতুয়ায়। ওই দু’জনের চিকিৎসাই চলছে শিলিগুড়িতে।

মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৩৪৭ জনের লালা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ৭ জনের। বাকি ২ হাজার ৩৪০ জনের রিপোর্ট নেগেটিভ।

মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে বুধবার রাজস্থানের আজমীর থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ও পুণ্যার্থী মালদায় ফিরেছিলেন। সরকারিভাবে তাদের হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেয়া হয়েছিল।

অসমর্থিত সূত্রে জানা গেছে, এই পরিযায়ী শ্রমিকদের দেহেই মিলেছে করোনা ভাইরাসের খোঁজ। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে, বা আক্রান্তদের পরিচয় জানাতে রাজি হননি মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট