সুজাপুর কাণ্ডে শুরু রাজনৈতিক তরজা, NIA তদন্তের দাবি বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাজ্যে সরকার মালদহের সুজাপুরে প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ব্যক্তির পরিবার পিছু দুই লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই সঙ্গে আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা  ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম  ঘটনাস্থলে পৌঁছে  দেখা করেন আহতদের সঙ্গে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার পুরো তদন্ত করা হবে,” ।

উল্লেখ্য,  প্রশাসন সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে অনুমান যে উত্পাদন ও প্রক্রিয়াজাতকরণের সময় এই বিস্ফোরণ ঘটেছিল।

ইতিমধ্যেই সুজাপুর কাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সূত্রের খবর বিস্ফোরণস্থলে যেতে পারেন বিজেপির প্রতিনিধিরা। ঘটনাস্থলে পৌঁছেছে এস টি এফ।

সুজাপুর বিস্ফোরণ ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি বিস্ফোরণের কারণে উচ্চপর্যায়ে তদন্তের দাবি করেছে বাম-কংগ্রেস । সুজাপুর কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী বলেছেন আমরা চাই উচ্চ পর্যায়ের তদন্ত হোক।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mewalal-chowdhury-resign-from-nitish-kumar-cabinet/

সুজাপুর কাণ্ড নিয়ে টুইট করেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। তিনি বলেছেন মালদার সুজাপুরে বিস্ফোরণে এত জনের মৃত্যুর ঘটনায় আমি স্তম্ভিত। পুলিশ সুপার এর বক্তব্য অনুযায়ী ৫ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৫। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ অবৈধভাবে বোমা তৈরি বন্ধ করা হোক। ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।

মালদার সুজাপুর প্লাস্টিক কারখানার মেশিন ব্লাস্ট করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। আহত শ্রমিকদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা হালিম হক বলেন, ওই কারখানায় প্লাস্টিক গলানোর মেশিনে বিস্ফোরণ হয়। পাঁচজন মারা  গিয়েছেন।

অন্য এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের পর বীভৎস আওয়াজ হওয়ায় আমরা সবাই ছুটে যাই। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কাউকেই চেনা যাচ্ছিল না। স্থানীয়রা আরও বলছেন, প্রায় ১০–১২জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন, হঠাৎই বিস্ফোরণ ঘটে।

সম্পর্কিত পোস্ট