ভুয়ো পুলিশ আধিকারিক সেজে যাত্রীদের থেকে ছিনতাই, অভিযুক্ত শাসকদলের দাপুটে যুব নেতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারে ভুয়ো পুলিশ আধিকারিক গ্রেপ্তার মালদায়।  পুলিশ আধিকারিক সেজে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার খোদ শাসকদলের নেতা। ছিনতাইকারী তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া সামগ্রীর তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালদা স্টেশন রোড এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য।

শুক্রবার গভীর রাতে ব্যাঙ্গালোর থেকে ফিরছিলেন উত্তর দিনাজপুরের পাঁচ ঠিক শ্রমিক। মালদা স্টেশনে নেমে শহরের রথবাড়ি মোড়ে বাস ধরতে আসছিলেন তারা।

ঠিক সেই সময় স্টেশনের বাইরে অভিযুক্ত যুব তৃণমুল নেতা প্রিয়ার্ঘ সাহা  নিজেকে ইংলিশ বাজার থানার সব ইন্সপেক্টর পরিচয় দিয়ে তল্লাশি শুরু করেন ঠিকা শ্রমিকদের।

অভিযোগ তল্লাশির নামে অভিযুক্ত প্রিয়ার্ঘ সাহা ঠিকা শ্রমিকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়। সঙ্গে ছিল তার এক সঙ্গী।

পুরসভায় টেন্ডার দুর্নীতি, গ্রেফতার তৃণমূল ত্যাগী প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

ওই ঠিকা শ্রমিকরা ইংলিশ বাজার থানার পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানায়। অভিযুক্ত যুব তৃণমূল নেতা প্রিয়ার্ঘ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই ঘটনাকে ঘিরেই শোরগোল পড়েছে মালদার রাজনৈতিক মহলে ।

এদিকে এই ঘটনার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনীতিক মহলে। ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানান এ রাজ্যে তৃণমূল নেতারা এতো নীচে নামবে তা ভাবা যায় না। এই চিত্র এখন রাজ্যের সর্বত্র। যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে জেলা থেকে রাজ্য বহু তাবড় তাবড় তৃণমূল নেতার সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে। এই ধরণের অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি বলেও জানান তিনি।

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতেই কার্যত ঝেড়ে ফেলার চেষ্টা করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কেউই ।

যদিও গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানান, একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত পোস্ট