প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের সরাসরি বৈঠকে কেন্দ্রকে তোপ মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  লকডাউন বা লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কী করা যেতে পারে, তা নিয়ে আলোচনার জন্যই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন বৈঠক করেন মোদী। আর সেই বৈঠকে এদিন যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে কিছু কিছু রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। কেন্দ্র ‘স্ক্রিপ্ট’ অনুযায়ী কাজ করছে বলেই জানানো হয়েছে।

কেন্দ্র ও রাজ্যের সংঘাত শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। কয়েকদিন আগেই কেন্দ্রের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল রাজ্যে। বিভিন্ন হাসপাতাল ঘুরে সবকিছু খতিয়ে দেখেছেন তাঁরা। আর সেই প্রসঙ্গ টেনেই এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন্দ্রের তরফে কেন রাজ্যে প্রতিনিধি দল পাঠানোর আগে রাজ্যের মতামত নেওয়া হল না।

তাঁর দাবি রাজ্যের লকডাউনের নিয়ম বিরোধী কাজ করেছে ওই দল। একদিকে যখন ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে তখন কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে বলে অভিযোগ তৃণমূলের।

গত সপ্তাহেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দেশের ১০ রাজ্যের মধ্যে বাংলাকে বেছে নেন, কেন্দ্রীয় দল পাঠিয়ে মনিটরিং করার জন্য।

কয়েকদিন আগেই গোটা বাংলা চষে বেড়ায় কেন্দ্রীয় দল। দুদফায় ভাগ হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গে চষে বেড়ায় এই টিম। যদিও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে এই টিম।

এই টিম পাঠানো নিয়ে সংঘাত চরমে ওঠে কেন্দ্র এবং রাজ্যের। কার্যত রাজ্যের কোনও সাহায্য ছাড়াই বাংলার পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। পরে দিল্লিতে এই টিমের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তাতে বলা হয়, দেশের মধ্যে বাংলায় মৃত্যুর হার বেশি। কেন্দ্রীয় টিমের এই রিপোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট