তাজপুরে সমুদ্র বন্দর- সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে ঘোষণা মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য রাজ্য সরকার আগ্রহ পত্র আহ্বান করছে। আগামী সোমবার বিজ্ঞাপন দিয়ে দেশ-বিদেশের বন্দর নির্মাণে দক্ষ সংস্থাকে ৪ হাজার ২০০ কোটি টাকার এই গভীর সমুদ্রবন্দর প্রকল্প নির্মাণের জন্য আহ্বান জানানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের খুঁটিনাটি তৈরি করা হয়েছে। এবার বিজ্ঞাপনের মাধ্যমে নির্মাতা সংস্থাকে বেছে নেওয়া হবে। উপযুক্ত নির্মাতা বেছে নেওয়ার পর এই বন্দর করার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে।’
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘রাজ্য সরকারকে ওই বন্দর প্রকল্পের জন্য কোন জমি অধিগ্রহণ করতে হবে না।’ আর যা তৈরি হলে রাজ্যে শিল্প বাণিজ্য এবং কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-chief-minister-was-not-even-invited-to-the-centenary-celebrations-of-visva-bharati/
তিনি বলেন, ‘ওই বন্দরকে কেন্দ্র করে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।’ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুর সমুদ্র বন্দর, সিঙ্গুরে অ্যাগ্রো পার্ক, পানাগড়ে বিভিন্ন বিনিয়োগের কথা জানান।
মুখ্যমন্ত্রীর আশা, এর ফলে বাংলার যুব সম্প্রদায়ের যেমন কর্মসংস্থান হবে, তেমনই পরোক্ষভাবে আরও শিল্প গড়ে ওঠার সুযোগ পাবে। এদিন মুখ্যমন্ত্রী আরেকটি বড় ঘোষণা করেন সিঙ্গুরকে কেন্দ্র করে। তিনি বলেন, সেখানে রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলছে।
সেখানে ১০ থেকে ৩০ কাঠা জমি নিতে পারবে যে কোনও সংস্থা। পাশাপাশি, সিলিকন ভ্যালিতে জমি দেওয়ার জন্য বিশেষ উইন্ডো খুলছে হিডকো-ও। এর পাশাপাশি, পানাগড়ের শিল্প পার্কে ৪০০ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গড়ে উঠবে ফুড প্যাকিং শিল্প। এখানে শিল্প গড়ার জন্য ৩৮ একর জমি নিয়েছে ধানুকা গ্রুপ।