সংক্রমণ বাঁচিয়ে কিভাবে দুর্গাপূজা ক্লাবগুলিকে ভাবতে বললেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংক্রমণ বাঁচিয়ে কিভাবে দুর্গাপূজা করা যায় তারজন্য ভাবনা চিন্তা শুরু করতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অধিকাংশ উৎসব অনুষ্ঠান বাতিল হয়েছে। ঈদ- রথযাত্রার মতো অনুষ্ঠানও জমায়েত ছাড়াই নিজেদের মতো করে পালন করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু দুর্গাপূজোর ক্ষেত্রে আদৌ তেমন হবে কিনা সন্দেহ। আর তাই কিভাবে সংক্রমণ থেকে বাঁচিয়ে দুর্গাপুজো করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা ক্লাবগুলিকেই শুরু করতে বললেন মুখ্যমন্ত্রী।
হাতে আর ৩ মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উত্সব, দুর্গাপূজা। কিন্তু করোনা আবহে পুজো নিয়েও আতঙ্কিত রাজ্যবাসী। দিনদিন হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে পুজো তো হবেই। আর সংক্রমণ আটকাতে ক্লাবগুলিকে দায়িত্ব নিতে হবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উপাচার্যদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে চিঠি মমতার
তিনি বলেন, ‘পুজো আসছে, পুজো তো করতে হবে। যারা কর্মসূত্রে বাইরে যান সচেতন থাকুন। পাড়ার ক্লাব গুলি সচেতন থাকুন। এলাকাবাসীকে সচেতন করতে হবে। মাস্ক পড়ুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজেদের সচেতন থাকতে হবে।’
উল্লেখ্য, এর আগেও ক্লাবগুলিকে সংক্রমণ রোধে ভূমিকা পালন করতে বলেছিলেন তিনি।এদিন নবান্ন থেকে একই কথা বললেন।
করোনা সংক্রমণের জন্য এবার সারা দেশেই বহু উত্স।ব স্তব্ধ হয়ে গিয়েছে। পোঙ্গল থেকে বিহু কিছুই অনুষ্ঠিত হয়নি। এমনকি সংক্রমণের আশঙ্কায় পয়লা বৈশাখও বাঙালিকে কাটাতে হয়েছে ঘরে।
অন্যদিকে ঈদেও নামাজ পড়তে হয়েছে বাড়িতে বসেই। শেষ পর্যন্ত বাঙালির শ্রেষ্ঠ উৎমসব হবে তো আতঙ্ক তা নিয়েই।