ঝাড়গ্রামে জলসঙ্কট মেটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তীব্র জল সঙ্কটে ভোগা জঙ্গলমহলের জেলা গুলিতে পানীয় ও সেচের জলের য়োগান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে নিদেশ দিয়েছেন তিনি।

সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জল সমস্যার কথা জানার পর তিনি সেচের জলের যোগান বাড়াতে স্পষ্ট নির্দেশ দেন।এর পরেই বিষয়টি নিয়ে তড়িঘড়ি মাঠে নেমেছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতর। জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া শুক্রবার দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে জরুরী বৈঠক করেন।

সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝাড়গ্রাজেলায় সেচের জলের যোগান সুনিশ্চিত করতে সেখানে ৫০ টি নতুন চেক ড্যাম তৈরি করা হবে।চলতি বছরের মধ্যেই এই পঞ্চাশটি চেক ড্যাম তৈরির নির্দেশ দেন মন্ত্রী। দ্রুত প্রকল্পের বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে কাজ শুরু করার জন্যও তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে জল সঙ্কটে ভোগা জঙ্গল মহলের আরেক জেলা পুরুলিয়ায় পানীয় ও সেচের জলের যোগান দিতে নতুন প্রযুক্তির সন্ধান করা হচ্ছে বলে মানস বাবু জানান।

রাজ্য সুপ্রিম কোর্টে গেলে আমরাও প্রস্তুত , জানালেন মামলাকারী কর্মচারি সংগঠনের নেতারা

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে।

সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে। গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, “ওই এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ মাদুর শিল্পের সঙ্গে যুক্ত ।এই মাদুর হাব তৈরি হয়ে গেলে কয়েক লক্ষ মাদুর শিল্পী উপকৃত হবেন।

আমরা সবংয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।” সবং ব্লকে মোট তেরোটি গ্রাম পঞ্চায়েত। অধিকাংশ মানুষই যুক্ত মাদুর শিল্পের সঙ্গে।

সম্পর্কিত পোস্ট