দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন, ধর্ম নিয়ে রাজনীতির কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম নিয়ে যারা রাজনীতির করে, তাদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, মস্তিষ্কটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। অনেকে আছে যারা সেটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। সব সময় পাথর ছুঁড়ছে, গাড়িতে আগুন জ্বালাচ্ছে। কৈকেয়ী ও মন্থরার মতো তাঁদের মাথায় সবসময় কুভাবনা ঘুরে বেড়াচ্ছে।
আজ দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছেই প্রথমে মা ভবতারিনীর পুজো দেন মমতা। এছাড়াও একটি সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরের ইতিহাস ও ছবি সম্বলিত একটি বইয়ের প্রকাশও করেন তিনি। তারপর দক্ষিণেশ্বর মন্দিরের নাটমন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করেন তিনি।
শুভেন্দু অধিকারী সহ বিধানসভায় ৭ BJP বিধায়কের সাসপেনশন প্রত্যাহার
দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতিহাস খ্যাত এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ রানী রাসমণি সহ একাধিক মনীষীর নাম। সেই ইতিহাসকে আলো ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে কেএমডিএ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই তার সূচনা হবে। দক্ষিণেশ্বর মন্দির সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দিল্লি থেকে ফেরার পথেই মুখ্যমন্ত্রী ওই লাইট অ্যান্ড সাউন্ড শো এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি কুঠিবাড়িতে রানী রাসমণি, শ্রী রামকৃষ্ণর স্মৃতিবিজড়িত নানা সামগ্রী একটি বিশেষ প্রদর্শনীরও তিনি উদ্বোধন করেন তিনি।
লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর পরেই বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন রামকৃষ্ণদেব বলে গিয়েছেন – টাকা মাটি, মাটি টাকা। তার মানে কী? প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া ঠিক নয়। কিন্তু এখন সকলের সব কিছু বেশি বেশি করে চাই। দরকার কী? যাতে সব মিটে যায়, তারপরও অতিরিক্ত চাওয়ার তো কিছু নেই।”