মমতার ঘোষণায় নতুন ৭ জেলা, মন্ত্রিসভা নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি নবান্নে এটি সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমরা পুরো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে মন্ত্রিসভা গঠন করব এরকম কোন পরিকল্পনা করা হয়নি। তবে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে। চার পাঁচ জনকে দলের কাজে লাগানো হবে। তাদের পরিবর্তে মন্ত্রিসভায় ৫-৬ জন নতুন মুখ আসবে।”

বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রত মুখার্জি, সাধন পান্ডে মারা গিয়েছেন। পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন। কাউকে না কাউকে তো এদের দায়িত্ব গুলো নিতে হবে। সুব্রত বাবু পঞ্চায়েত এবং জনসাস্থ্য কারিগরি দপ্তর সামলাতেন। সাধন পান্ডে স্বনির্ভর গোষ্ঠী এবং ক্রেতা সুরক্ষা দপ্তর সামলাতেন। পার্থ চ্যাটার্জির হাতে শিল্পসহ বেশ কিছু দপ্তর ছিল । এতগুলো দপ্তর তার পক্ষে দেখা সম্ভব নয়। তাই এই দায়িত্ব এই দপ্তরের দায়িত্ব গুলো বন্টন করার জন্যই মন্ত্রিসভায় রদবদল করার সিদ্ধান্ত।”

জেলা জুড়ে ব্যাপক রদবদল তৃণমূলের, বারাসাত সাংগঠনিক জেলার নতুন সভাপতি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

এদিন একইসঙ্গে রাজ্য সরকার রাজ্যে নতুন আরও সাতটি জেলার নামও ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে। এছাড়াও জেলায় বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদের বহরমপুর এবং কান্দি এই নতুন জেলাগুলি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এইবার ধাপে ধাপে নতুন এই জেলাগুলিতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট