Mamata Banerjee : আমরা করছি লক্ষ্মীর ভান্ডার, বিজেপি করছে কুৎসার ভাণ্ডারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ( Amit Shah ) রাজ্য সফরকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় নাম না কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রাজ্যে হিংসা প্রসঙ্গে অমিত শাহের পূর্ববর্তী অভিযোগের জবাব দিয়েছেন তিনি।

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তিতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium ) নারী ও সমাজ কল্যাণ দফতরের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) বলেন,কেউ যদি বলে বাংলায় গেলেই খুন হয়ে যাবে তাহলে তাঁর গায়ে লাগে। যে কোনও রাজ্যের থেকে এরাজ্য ভাল বলে তিনি দাবি করেছেন।

Bratya Basu on SSC : প্যানেলের মেয়াদ বাড়িয়ে প্রায় ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য, ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজেপিকে জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন –

রাজ্যে সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্য উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়। এখানে কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে রঙ না দেখে ব্যবস্থা নেওয়া হয়। মূল্য বৃদ্ধি ইস্যুতেও তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার মানুষের পকেট কাটছে। তেল, গ্যাস থেকে জীবনদায়ী ওষুধ সব কিছুর দাম বাড়িয়ে নিজেদের মুনাফার পথ প্রশস্ত করছে।তিনি বলেন তাঁর সরকার যেখানে লক্ষ্মীর ভান্ডার করছে বিজেপি সেখানে করছে কুৎসার ভাণ্ডার।

সম্পর্কিত পোস্ট