২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক ‘জেহাদ’ ঘোষণা করবেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর আড়াই সপ্তাহ বাকি। এরপরই গোটা কলকাতা হয়ে উঠবে জনসমুদ্র। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে ভড়িয়ে দেবে যুব তৃণমূলের ডাকা ২১ শে জুলাইয়ের শহিদ সমাবেশ। তবে এই ২১ জুলাইয়ের সমাবেশ নানান দিক থেকে অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তৃণমূল সূত্রে খবর ওই ঐতিহাসিক সমাবেশের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক জেহাদের ডাক দেবেন মুখ্যমন্ত্রী। ২৪ শের লোকসভা নির্বাচনের রোডম্যাপ ওইদিনই তিনি ঘোষণা করতে পারেন বলে খবর। কেন্দ্রীয় সরকার নানান অজুহাতে বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্ত অর্থ আটকে দিচ্ছে। কারণ এই মুহূর্তে সারা দেশে বিজেপি বিরোধী সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে তৃণমূল।

তাদের রাজনৈতিক গুরুত্ব বাকি বিরোধীদের থেকে যে অনেকটাই বেশি তা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় তৃণমূলকে শিক্ষা দিতে বাংলা বিরোধী অবস্থান নিয়ে চলছে কেন্দ্রের মোদি সরকার। তাদের লক্ষ্য বাঙালিকে কষ্টে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করা।

২ বছর পর তারাপীঠে রথে চড়লেন মা তারা, উপচে পড়া ভীড় দর্শনার্থীদের

এই ন্যাক্কারজনক পথে বিজেপি বাংলা দখলের ছক কষেছে বলে তৃণমূলের অভিযোগ। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের এই অন্যায় আচরণ মেনে নিতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি ও কেন্দ্র বিরোধী সর্বাত্মক লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে চান তিনি।

শুধু তাই নয়, ২৪ এর লোকসভায় বিজেপিকে হারাতে হলে তৃণমূলকেই যে নেতৃত্ব দিতে হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোন রাজ্যে কী রণকৌশলে লড়াই করবে এ রাজ্যের শাসক দল তাও দলনেত্রী ওই মঞ্চ থেকেই জানিয়ে দেবেন।

সূত্রের খবর, হরিয়ানা, গোয়া, উত্তরপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মণিপুরের তৃণমূল নেতা কর্মীরাও এবারের ২১ শে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন। কার্যত ব্রিগেডের মাঠ সেদিন সগর্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দাপটের সাক্ষী থাকবে।

সম্পর্কিত পোস্ট