সেটিং তত্ত্বের জবাবে বিরোধীদের চড়া সুরে আক্রমণ মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্বাক্ষাত নিয়ে বিরোধীদের সেটিং তত্বের অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লি সফর নিয়ে মুখ খুলে কার্যত বিরোধীদের ধু্য়ে দিলেন মুখ্যমন্ত্রী । এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সেটিং করা আমার আসে না। আমি সেটিংয়ে বিশ্বাসী নই। উল্টে অনেকেই আমার সঙ্গে সেটিং করার জন্য বসে থাকেন। সেটিং করতে নয়, রাজ্যের বকেয়া প্রাপ্য চাইতে দিল্লি গিয়েছিলাম।’

শিক্ষক নিয়োগ নিয়ে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার কয়েকদিন বাদেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সঙ্গে বৈঠক করেছিলেন।  ওই বৈঠককে বিঁধতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন রাজ্যের বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতারা। অভিযোগ করেছিলেন, ‘ইডি আর সিবিআই যাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযান না চালায় তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেটিং করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী।’

কেষ্ট বিহীন পূর্ব বর্ধমানে ক্ষোভ বাড়ছে নিচুতলায়, ব্লক কমিটি গড়তে ‘ইতস্তত’ করছে তৃণমূল

এদিন দিল্লি সফর নিয়ে মুখ খুলে মমতা বলেন, সমাজসেবার জন্য রাজনীতিতে এসেছিলাম। রাজনীতি যে এত নোংরা তা জানলে রাজনীতিতে আসতাম না। আমি যে রাজনীতি করি তাতে সেটিং বলে কোনও শব্দ নেই। সেটিং করার দরকার হয় না আমার। বরং অনেকেই আমার সঙ্গে সেটিংয়ের জন্য বসে থাকেন। কারণ এই কাজে ফিট নই ৷ তাহলে ৩৪ বছরে তো সেটিং করতে পারতাম৷

তিনি আরও বলেন, যখন কংগ্রেসে ছিলাম সিপিএম তো মাথা থেকে পা মেরে ফাটিয়ে দিয়েছে৷’ পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরে বিজেপিপন্থী সংবাদমাধ্যম যেভাবে সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কলুষিত করার ষড়যন্ত্র চালাচ্ছে তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিতে কাদা লাগানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা তৃণমূলের গায়ে কাদা ছোড়ার চেষ্টা চালাবেন তাদের কাউকে ছাড়া হবে না।

সম্পর্কিত পোস্ট