চাপের মুখে মমতার মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, সম্ভাব্য নতুন দায়িত্ব পেতে চলেছেন যাঁরা…

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবারই মন্ত্রিসভার বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। চলতি সপ্তাহে ফের বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন তিনি। বৃহস্পতিবার বেলা ৩ টে নাগাদ বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে খবর, মন্ত্রীসভায় বেশকিছু রদবদল করা হতে পারে। সে কারণেই তড়িঘড়ি এই বৈঠক। নবান্ন সূত্রে আরও খবর, এসএসসি নিয়োগ সহ শিক্ষা দফতর নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বাবুল সুপ্রিয়

নবান্নের তরফে জানা গিয়েছে মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ নিয়ে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে প্রথমেই নাম রয়েছে বাবুল সুপ্রিয়র। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে  প্রথম একাদশে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

এরপর পেরিয়ে গিয়েছে সময়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন বাবুল। তারপরেই সূত্র মারফত জানা গিয়েছে মমতার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন তিনি।

আশীষ বন্দোপাধ্যায়

বাবুল সুপ্রিয় ছাড়াও আরো এক চর্চিত মুখ জায়গা পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে। তিনি হলেন আশীষ বন্দোপাধ্যায়।বর্তমানে বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।আশীষ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

কারণ বগটুই কাণ্ডে নৃশংস ঘটনা ঘটেছে তাতে অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুলকে নিয়ে সম্মুখ সমরে জড়িয়ে পড়েছিলেন আশীষ বন্দোপাধ্যায়।  এই মুহূর্তে সিবিআই জেরায় জর্জরিত অনুব্রত মণ্ডল।

অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে দলও দূরত্ব বাড়াতে শুরু করেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে।  এই পরিস্থিতিতে আশীষ বন্দোপাধ্যায়কে মন্ত্রিসভায় এনে কার্যত সেই বার্তাই ঘুরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

তাপস রায়

রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলালো পূর্ণমন্ত্রী হিসেবে কোনদিন দায়িত্ব সামলাননি নেই বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। সূত্র মারফত জানা গিয়েছে মন্ত্রিসভায় রদবদলের তাপস রায়কে একটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

পর্যবেক্ষকরা মনে করছেন বিগত বেশ কয়েকদিন যাবৎ রাজনৈতিক ডামাডোলের পরিস্থিতিতে দলের স্বপক্ষে একের পর এক যুক্তি খাড়া করে যে বলিষ্ঠ বক্তব্য রেখে দলের ভাবমূর্তি বজায় রেখেছেন তারই পুরস্কার পেতে চলেছেন তাপস রায়। নিজের বিধানসভা এলাকাতেও তার কাজের যথেষ্ট সুনাম রয়েছে।

পার্থ ভৌমিক

পরবর্তী এবং বহুচর্চিত নাম নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। তার অন্যতম কারণ অর্জুন সিংয়ের ঘরওয়াপসি। বিশেষজ্ঞরা বলছেন দাপুটে নেতা অর্জুন সিং কে কার্যত কোণঠাসা করে দিয়েছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তাই অর্জুনের ঘরে ফিরে আসা প্রসঙ্গে তার ভূমিকা অপরিসীম।

ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে পার্থ ভৌমিক যেভাবে সংগঠনের কাজ করেছেন তা উত্তর ২৪ পরগনা জেলার অন্যান্য সভাপতিরা করতে পারেননি একথা বলছেন দলের অন্দরে কর্মী-সমর্থকরা।

শুধু তাই নয় ২০২১ এর বিধানসভা নির্বাচনে যেভাবে নৈহাটি থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন তিনি তার পরেই গুঞ্জন উঠেছিল মমতার মন্ত্রিসভায় দেখা যেতে পারে তাঁকেও। পুরসভা নির্বাচনেও ব্যারাকপুর অঞ্চল জুড়ে তৃণমূলের বিস্তার সম্ভব হয়েছিল পার্থ ভৌমিকের জন্যই। এমনটাই বলছেন দলের একাংশ। সেই জায়গা থেকে এবারের মন্ত্রিসভায় পার্থ ভৌমিকের উপস্থিতি থাকলেও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

জগদীশ বসুনিয়া

একইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সামলাচ্ছিলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে ছিলেন সাবিনা ইয়াসমিন।  সূত্র মারফত জানা গিয়েছে কোচবিহারের সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়াকে দেওয়া হতে পারে এই দপ্তরের দায়িত্ব।

মন্ত্রিসভার রদবদলে গুরুত্ব বাড়তে পারে অভিষেকের আস্থাভাজনদের, সংগঠনেও পরিবর্তনের বড় ইঙ্গিত

সেইসঙ্গে বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রীদের মুখবদলেরও সম্ভাবনা প্রবল। বদল করা হতে পারে সংখ্যালঘু দফতরের দায়িত্বে থাকা গোলাম রব্বানীকে।  যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছিলেন তা ক্রমেই আলগা হচ্ছে। সংখ্যালঘুদের ভোট পুরোটাই নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসতে নতুন করে ঢেলে সাজানো হতে পারে সংখ্যালঘু দপ্তরকে।

এ ছাড়াও আরও বেশ কয়েকটি দফতরের রদবদলের সম্ভাবনা প্রবল। তবে সেই সমস্ত দপ্তর গুলিতে কাদের আনা হবে তা এখনও স্পষ্ট করে কোন কিছু জানা যায়নি। লক্ষ্মীবারের দুপুরেই কার্যত স্পষ্ট হয়ে যাবে মমতার প্রথম একাদশে কারা যুক্ত হলেন, আর কারাই বা বাদ পড়লেন।

সম্পর্কিত পোস্ট