রাজ্য মন্ত্রিসভার রদবদলে ‘কুলীন’ তকমা হারাল অর্থমন্ত্রক, গুরুত্ব বাড়ল চন্দ্রিমা-ফিরহাদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মেয়র না মন্ত্রী, ফিরহাদ হাকিমকে কোন‌ও একটি পদ বেছে নিতে হবে এমনই জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে বিষয়টি নিয়ে অন্যরকম ভাবছে তা স্পষ্ট হয়ে গেল রাজ্যপালের ট্যুইট থেকে! বিষয়টি খোলাসা করা যাক।

রাজ্যপাল জগদীপ ধনখড় মঙ্গলবার সকালে ট্যুইট করে রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সম্প্রসারণের খবর দিয়েছেন। সূত্রের খবর, এই রদবদলের কথা নিয়মমাফিক রাজ্যপালকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবরই মঙ্গলবার সকালে ট্যুইট করেন রাজ্যপাল।

ফিরহাদ হাকিম কলকাতার মেয়রের পাশাপাশি রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এরই সঙ্গে তাঁকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী করা হল। উল্লেখ্য দ্বিতীয় তৃণমূল সরকারে ফিরহাদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন। তবে তৃতীয় তৃণমূল সরকারে প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্যকে পুর ও নগরোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য মন্ত্রিসভার এই সম্প্রতিক রদবদল থেকে পরিষ্কার আরও গুরুত্ব বাড়ল কলকাতার মেয়রের। তবে চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রক নিয়ে নেওয়া হলেও তাঁকে বদলে আরও বেশি গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হয়েছে।

Jayprakash Majumdar : আজই তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, তালিকায় অনেকে।

তৃতীয় তৃণমূল সরকার শপথ নেওয়ার সময়ই পুনরায় অর্থমন্ত্রী হয়েছিলেন অমিত মিত্র। কিন্তু তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। পরবর্তীকালে উপনির্বাচনের সময়ও শারীরিক অসুস্থতার কারণে তিনি ভোটে দাঁড়াতে চাননি। তাই নিয়মমাফিক গত বছরের নভেম্বর মাসে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমিত মিত্র। এরপর অর্থ দফতর নিজের হাতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চন্দ্রিমা ভট্টাচার্যকে এই দফতরের প্রতিমন্ত্রী করেন। কিন্তু রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে অর্থ দফতরের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চন্দ্রীমা ভট্টাচার্যকে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী করেছেন।

এই রদবদল থেকে পরিষ্কার ফিরহাদ হাকিমের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় গুরুত্ব বেড়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের। এখন তিনিই রাজ্যের অর্থমন্ত্রী। যদিও অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীকে কেন ক্যাবিনেট মিনিস্টার করা হল না সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট