বুদ্ধবাবুর শারীরিক অবস্থা জানতে মীরা দেবীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবারও সৌজন্যের অনন্য নজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা জানতে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাড়ে বারোটা নাগাদ মীরা দেবীকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর নিয়ে ক্ষান্ত থাকেননি তিনি। মীরা দেবীকে সব রকম সাহায্যের আশ্বাস দেন।

শুধু এবার নয়, যখনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছেন তখনই ফোন করে তার পাশে থাকা থাকার কথা পরিবারকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও তিনি সশরীরে হাজির হয়েছেন তাঁর পূর্বসূরীর বাড়িতে।

হাসপাতাল সূত্রের খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার সকালে যখন তিনি হাসপাতালে ভর্তি হন তখন তাঁর অক্সিজেনের মাত্রা ৮০-র নিচে নেমে গিয়েছিল। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড হাসপাতাল।

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তণ মুখ্যমন্ত্রীকে

বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আপাতত তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯২ তে পৌঁছেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে আসার পর তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। বিভিন্ন রকম রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। সন্ধ্যেবেলা রিপোর্ট হাতে আসার পরেই তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে বা কোন পথে চিকিৎসা করলে দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটবে তা বলা সম্ভব হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার সস্ত্রীক করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিনই রাতে তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধবাবু। সোমবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি মঙ্গলবার সকালে তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা।

যেহেতু তিনি ক্রনিক সিওপিডির রোগী তাই চিকিৎসা ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিচ্ছেন চিকিৎসকেরা। আজকে নিয়ে মোট আট দিন তিনি করোনায় আক্রান্ত। তবে আপাতত স্থিতিশীল রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য।

সম্পর্কিত পোস্ট