GTA বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ৪ মাস পর ৪ দিনের দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চার দিনের সফরে মুখ্যমন্ত্রী আজ দার্জিলিং যাচ্ছেন। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে বেলা আড়াইটে নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে তিনি দার্জিলিংয়ে পৌঁছাবেন। রিচমন্ড হিলে রাত্রিবাস করার পর আগামী কাল জিটিএ-র নব নির্বাচিত শপথগ্রহণ অনুষ্ঠান তাঁর উপস্থিত থাকার কথা।

বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে ম্যালের চৌরাস্তায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা রয়েছে। এছাড়াও বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে।

মেট্রো উদ্বোধন নিয়ে কেন্দ্রের আচরণ নজিরবিহীন, তবে কী বিজেপির নির্দেশেই চলছেন অফিসাররা?

চার মাসের ব্যাবধানের পর চার দিনের পাহাড় সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন বোর্ডের শপথ গ্রহন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাহাড়ের উন্নয়নের অধ্যায়ের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তিনি রিচমন্ড হিলে বিভিন্ন রাজনৈতিক দল গুলির সাথে বৈঠক করে মতামত নিয়ে ছিলেন জিটিএ নির্বাচনের।

পাহাড়ের মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছন জিটিএ বোর্ডের প্রতিনিধিদের। পাহাড়ের উন্নয়নের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে শপথ গ্রহনের মাধ্যমে। পাহাড় সফর শেষে কলকাতা ফিরে যাবার আগে সদ্য সমাপ্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয়ী তৃনমূলের প্রার্থীদের সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।।

সম্পর্কিত পোস্ট