শিক্ষায় ব্রাত্য, শিল্পে পার্থ, অর্থে অমিত, বনে-জ্যোতিপ্রিয়- একনজরে মমতার মন্ত্রীসভা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সকালে মন্ত্রিসভা গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মন্ত্রিসভায় বেশকিছু রদবদল আনা হয়েছে। কোভিড পরিস্থিতিতে মাত্র সাত মিনিটের মধ্যেই একসঙ্গে ৪৩ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, পাহাড় বিষয়ক দপ্তর, কর্মী বর্গ দপ্তর, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, তথ্য সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
শিক্ষাদপ্তর থেকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে বাণিজ্য ও শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তে এবার শিক্ষা মন্ত্রী করা হয়েছে ব্রাত্য বসুকে। গত 10 বছরের সাফল্য কে সামনে রেখে এবারও অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত মিত্রের কাঁধেই।
কে হবে বিরোধী দলনেতা? হেস্টিংস কার্যালয়ে চলছে বৈঠক
খাদ্য ও গণবণ্টন মন্ত্রী ছিলেন গতবার জ্যোতিপ্রিয় মল্লিক এবার তাকে বন ও অচিরাচরিত উৎস দপ্তরের মন্ত্রী করা হয়েছে। পরিবর্তে এবার খাদ্য ও গণবণ্টনে দায়িত্ব দেওয়া হয়েছে রথীন ঘোষকে। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছেন সাধন পান্ডে। জল অনুসন্ধান দপ্তরের মন্ত্রী হয়েছেন মানুষ রঞ্জন ভূইয়া।
বঙ্কিমচন্দ্র হাজরা- সুন্দরবন বিষয়ক, সৌমেন মহাপাত্র -সেচ ও জল পরিবহন, মলয় ঘটক- আইন বিচার ব্যবস্থা, উজ্জ্বল বিশ্বাস – কারা দপ্তর, অরূপ বিশ্বাস- বিদ্যুৎ, ক্রীড়া যুব কল্যাণ।
অরূপ রায়- সমবায় মন্ত্রী। ফিরহাদ হাকিম- পরিবহন ও আবাসন। চন্দ্রনাথ সিনহা ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র।
শোভন দেব চট্টোপাধ্যায়- কৃষি। পুলক রায়- জনসাস্থ্য কারিগরি। শশী পাঁজা- মহিলা ও শিশু কল্যাণ। গুলাম রব্বানি- সংখ্যালঘু উন্নয়ন।
বিপ্লব মিত্র- কৃষি বিপণন। জাভেদ আহমেদ খান – বিপর্যয় মোকাবিলা। স্বপন দেবনাথ প্রাণিসম্পদ উন্নয়ন। সিদ্দিকুল্লা চৌধুরীর মাস এডুকেশন ও লাইব্রেরী।