এখনই অন্তর্দেশীয় বিমান চালু হোক চান না মমতা, কেন্দ্রকে চিঠি রাজ্যে
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: দুইমাসবন্ধ থাকার পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা।
যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারছে না বেশ কয়েকটি রাজ্য। মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে সংক্রমণের হার বেশি হওয়ায় এই দুই রাজ্যের সরকার চাইছে না এখনই সেখানে বিমান পরিষেবা চালু হোক।
অন্যদিকে আমফান বিধ্বস্ত বাংলাও চাইছে না এখনই রাজ্যে বিমান পরিষেবা চালু হোক। আর সে কারণেই কেন্দ্রকে এই নিয়ে চিঠি লিখল রাজ্য।
উল্লেখ্য, মহারাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু রাজ্যে করোনা পরিস্থিতি খুবই খারাপ, তাই রেড জোনের মধ্যে পর্যাপ্ত পরিবহন পরিষেবা দেওয়া এখন সম্ভব নয়।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ট্যুইটারে লেখেন, রেড জোনে বিমানবন্দর চালু করা অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ। শুধু থার্মাল স্ক্রিনিং আর কয়েকটি সোয়াব টেস্ট করে করোনা আটকানো যাবে না। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা মজুত নেই। ফলে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে।
অপর ট্যুইটে তিনি লেখেন, গ্রিন জোনের যাত্রীদের রেড জোনে নিয়ে এসে বিপদের মুখে ফেলার সিদ্ধান্ত আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। এত যাত্রী আসবেন, তাদের টেস্ট করার জন্যও প্রচুর কর্মচারী দরকার। এই পরিস্থিতিতে তা অন্ত্যন্ত বিপজ্জনক।
এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে কলকাতা ও বাগডোগড়া বিমানবন্দর চালু হওয়ার কথা। কিন্তু এখনই তা না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী।
তিনি লেখেন,আমি জানি মানুষ অসহায় ও তারা বাড়ি ফিরতে চান। আমি সবাইকে স্বাগত জানাই। কিন্তু রাজ্যের পরিস্থিতি এখন খুব খারাপ। একদিকে মহামারী, তারপর সাইক্লোন আবার ঈদ। ফলে আমায় আরও তিনটে দিন সময় দিন। ৩০ মে থেকে বিমান পরিষেবা চালু করুন।
তিনি আরও লেখেন, একান্তই কেন্দ্র ঘরোয়া উড়ান চালু করতে চাইলে তুলনামূলকভাবে ছোট, বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠানামার ব্যবস্থা করবেন।