কেন্দ্রকে চাপে ফেলতে Pegasus ইস্যুতে তদন্ত কমিশন গঠন মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেগাসাস ইস্যুতে এবার তদন্ত কমিশন গঠন করল তৃণমূল। সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন তিনি। সেই বৈঠকের পরই সাংবাদিক সম্মেলনে তিনি জানান পেগাসাস ইস্যুতে এবার তদন্ত কমিশন গঠন করল রাজ্য।

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লোকুরকে নিয়োগ করে তৈরী করা হলো কমিশন। যে কমিশন দেখবে এই হ্যাকিং সংক্রান্ত সবকিছু। কিভাবে এই হ্যাকিং হলো তা নিয়ে দুই সদস্যের এই কমিশন ক্ষতিয়ে দেখবে।

কর্ণাটকে পালাবদল, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা ইয়েদুরাপ্পার

মুখ্যমন্ত্রী জানান দিল্লী যাওয়ার আগে এই কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যা পেগাসাস কাণ্ড নিয়ে কমিশন গঠন করলো। পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি পাতা হয়েছে, তা তদন্ত করে দেখবে এই কমিশন৷ এ দিন রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পেগাসাস বিতর্ক সামনে আসার পর গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য তদন্ত কমিশন গঠন করল বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট