Mamata Banerjee: পারিবারিক অনুষ্ঠান থেকে রাজনৈতিক কর্মসূচি – ৭ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
একাধিক কর্মসূচী নিয়ে ৭ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে বিশেষ বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা থেকে সড়কপথে কার্শিয়াংয়ের জন্য যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নবান্ন সূত্রে খবর , কার্শিয়াং-এ ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ৮ তারিখ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কার্শিয়াং থেকে পাহাড়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও খবর- চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে প্রমাণ দিল ISRO
Mamata Banerjee: পারিবারিক অনুষ্ঠান থেকে রাজনৈতিক কর্মসূচি – ৭ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ? সূত্রের খবর , পারিবারিক অনুষ্ঠান শেষে কার্শিয়াং থেকে সড়কপথে ফের বাগডোগরা , বাগডোগরা থেকে বিশেষ বিমানে হাসিমারা এয়ারফোর্স স্টেশন – সেখান থেকে আলিপুরদুয়ার।
সূত্রের খবর , ১০ ই ডিসেম্বর আদিবাসীদের জমির পাট্টা বিলি থেকে শুরু করে চা সুন্দরী প্রকল্প , একাধিক সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর ১১ ডিসেম্বর জলপাইগুড়ির বানারহাটে আরও একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।