বিপর্যস্ত দার্জিলিং, পাহাড়ে যাচ্ছেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা বৃষ্টিতে ভুমিধসের জেরে বিপর্যস্ত দার্জিলিং (Darjeeling)। ঘনঘন বৃষ্টিতে পাহাড়ে যে কোনও সময় নামছে ধস। বন্ধ হয়ে গেছে একাধিক সড়কপথ। এমত অবস্থায় পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
২৪ এবং ২৫ অক্টোবর শিলিগুড়িতে (Siliguri) থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় সারবেন প্রশাসনিক বৈঠক। এর পর ২৬ এবং ২৭ অক্টোবর কালিম্পং (Kalimpong) এবং কার্শিয়াংয়ে (Kurshiong) থাকবেন তিনি। ঘুরে দেখবেন পাহাড়ের পরিস্থিতি। একাধিক জনজাতি নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।
২৭ তারিখ নিজে পাহাড়ের পরিস্থিতি ঘুরে দেখবেন। কারণ, গত কয়েকদিন টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ভুমিধস দেখা গিয়েছে। যার ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। এমত অবস্থায় পাহাড়ের মানুষের পাশে দাঁড়াতে চাইছেন তিনি। তবে সবটাই নির্ভর করছে আগামী কয়েকদিনের আবহাওয়ার ওপর।
পুরভোটে প্রয়োজন নেই কেন্দ্রীয় বাহিনীর, মন্তব্যে সুজন চক্রবর্তীর
অবশ্য ভবানীপুর নির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু নির্বাচনী বিধির কথা মাথায় রেখে সেবার বাতিল করেছিলেন উত্তরবঙ্গ সফর। এবার নির্বাচন মিটতেই রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে প্রত্যাশিত আসেনি। কিন্তু উত্তরবঙ্গকে উপেক্ষা যে মুখ্যমন্ত্রী করেন না তা নির্বাচনের পর দুটি সফরেই প্রমাণিত হচ্ছে।
সূত্রের খবর, উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। কারণ, কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেন লুজিনহো ফেলেরিও। তাঁর হাত ধরেই একের পর এক কংগ্রেস নেতারা তৃণমূল শিবিরে নাম লেখাচ্ছেন। এমত অবস্থায় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে বিশেষ টোটকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।