কেজরিওয়ালের শপথে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা
সূত্রের খবর, কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি জয়ের পরই কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছাবার্তা জানান তিনি। তখনই তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানান অরবিন্দ কেজরিওয়াল।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে এদিনই শপথ নেবেন তাঁর সাত সদস্যের মন্ত্রীসভাও।
দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসন জিতে পুনরায় রাজধানীর বুকে নিজেদের আধিপত্য বজায় রেখেছে আমআদমি পার্টি। অন্যদিকে এক বছরে মোট ৬টি রাজ্যের নির্বাচনে হেরে যথেষ্ঠ ব্যাকফুটে মোদি-শাহ জুটি তা স্পষ্ট।
অন্যদিকে যেসব রাজ্যে বিজেপির পরাজয় ঘটেছে সেইসব রাজ্যের শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে উঠেছে বিরোধীদের ঐক্যমঞ্চ। তাহলে কেজরিওয়ালের শপথগ্রহনেও কি বসতে চলেছে চাঁদের হাট?
আরও পড়ুুনঃ সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান দিল্লি্র, হ্যাটট্রিক কেজরির
সূত্রের খবর, কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি জয়ের পরই কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছাবার্তা জানান তিনি। তখনই তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানান অরবিন্দ কেজরিওয়াল।
নবান্ন সূত্রের খবর কেজরিওয়ালের আমন্ত্রণের সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন মমতা। তবে শুধু শপথ গ্রহণ অনুষ্ঠান নয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
শরদ পাওয়ার সহ একাধিক নেতার সঙ্গে দেখা করে বিরোধী ঐক্য এবং আঞ্চলিক দলগুলিকে নিয়ে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে সঙ্গে করার বার্তা দিতে পারেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি বিরোধী কোন কোন দলকে আমন্ত্রন জানানো হবে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
আরও পড়ুনঃ ঘুমের ঘোর না কাটলে শরিকদের জন্য বিপদ ঘনিয়ে আসবে
একটি সূত্র মারফৎ জানা গিয়েছে ডিএমকে, জেএমএমের মতো দলকে আমন্ত্রণ জানানোর প্রশ্নে নীতিগত কোনও সমস্যা নেই। তবে কংগ্রেস ও বাম নেতৃত্বকে নিয়ে দ্বিধাবিভক্ত আপ শিবির।
তার কারণ দিল্লিতে কংগ্রেসের বিরোধীতা করেই ক্ষমতায় এসেছিলেন কেজরিওয়াল। পাশাপাশি শাহিনবাগ প্রসঙ্গে বাম-কংগ্রেস বিক্ষোভকারীদের পাশে থাকায় দূরত্ব রাখতে শুরু করেন কেজরিওয়াল। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা থাকবেন আর কারা থাকবেন না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেজরিওয়ালই। এমনটাই জানা গিয়েছে আমআদমি পার্টির তরফে।
আপ সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল ১০টায় শপথগ্রহন অনুষ্ঠান শুরু হবে। এদিনই শপথ নেবেন মন্ত্রীসভার সদস্যরা। এবারের মন্ত্রীসভায় অতীশি ও রাঘব চাড্ডাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।