Mamata Banerjee in Uttar Pradesh : আজই যোগীরাজ্যে মমতা, ‘ভাতিজা’-কে সমর্থন করে বিজেপিকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২ দিনের সফরে আজ উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভা ভোটে অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee in Uttar Pradesh )। আজ লখনউতে থাকবেন। আগামীকাল সমাজবাদী পার্টির দফতরে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তিনি কোনো প্রার্থী দেবেন না। পরিবর্তে সেখানে অখিলেশ যাদবকে ( Mamata Banerjee in Uttar Pradesh ) সমর্থন করবেন। সেই মোতাবেক জানুয়ারি মাসের ১৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মতসমন্ত্রী তথা বর্তমান সমাজবাদী পার্টির নেতা কিরণময়  নন্দ।

Mamata Banerjee in Uttar Pradesh

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee in Uttar Pradesh ) সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছিলেন ৭ ফেব্রুয়ারি লখনৌ যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেই অখিলেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করবেন। উল্লেখ্য সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নেত্রী বলেই সম্বোধন করেছিলেন তিনি।

Abhishek Banerjee : আদর্শকে মাথায় নিয়ে বাস্তবের মাটিতে পা , রাজনীতি ছাড়তেও প্রস্তুত অভিষেক!

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মমতা এবং অখিলেশ যাদবের মধ্যে বরাবরই সুসম্পর্ক রয়েছে। একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একাধিক সভা এবং অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

শুধু তাই নয় ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন। কিরণময় নন্দ নন্দীগ্রামে প্রচার করেছিলেন তৃণমূলের পক্ষে। তাই এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাত করতে অখিলেশ যাদবের হাত শক্ত করতে গোবলয়ের এই রাজ্যে পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে আজ বিকেল পাঁচটার সময় লখনৌ বিমানবন্দরে পৌঁছাবেন তৃণমূল সুপ্রিমো ( Mamata Banerjee in Uttar Pradesh )। সেখান থেকেই সোজা হোটেলে উঠছেন তিনি। কিছু সময় বিশ্রাম সেরে সমাজবাদী পার্টির অফিসে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ভোটের আগেই যোগী রাজ্যে বিজেপিতে ধস নেমেছে। বেশ কয়েকজন মন্ত্রী-বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট