সুস্থ হয়ে যাওয়া মনোরোগীদের পুনর্বাসনের জন্য নতুন আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃসুস্থ হয়ে যাওয়া মনোরোগীদের পুনর্বাসনের জন্য নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করেছে রাজ্য সরকার। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমাজ কল্যাণ দফতরের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যয় নামের ওই আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী ওই আশ্রয় কেন্দ্রের নাম রেখেছেন প্রত্যয়।তিনি জানান, রাজ্যের লুম্বিনী আর পাভলভ হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার পরেও নানা কারণে অনেক মানসিক রোগীকে তাঁদের পরিবার আর বাড়ি ফেরত নিয়ে যায়না। অথচ ওই সব সুস্থ মানুষকে হাসপাতালে রাখার যৌক্তিকতা নেই। তাঁদের জন্যই এই আশ্রয়কেন্দ্র।

ডেঙ্গু প্রতিরোধে পরিকাঠামো কতটা প্রস্তুত ? বৈঠকে মুখ্যসচিব

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর এবং স্বাস্থ্য দফতর যৌথ ভাবে এই আশ্রয়কেন্দ্র তৈরি করবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০০ জন আবাসিক থাকতে পারবেন এখানে। সুস্থ পরিবেশে থাকা খাওয়ার পাশাপাশি তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার ও ব্যবস্থা করা হচ্ছে। যাতে তাঁরা স্বনির্ভর হয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারেন।

সম্পর্কিত পোস্ট