Mamata Banerjee Injury: মুখ্যমন্ত্রীর ওপর হামলা, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করেন, চক্রান্ত করেই মারা হয়েছে তাঁকে। এরপর থেকে নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি বদলের পরেই এই ঘটনা ঘটেছে। কোনও পুলিশ মোতায়েন না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবী করেন তৃণমূল নেতৃত্ব।

এরপরেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং দুই পুলিশ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ West Bengal Election: হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে জয়পুরের তৃণমূল প্রার্থী

বিরুলিয়া বাজারে প্রত্যক্ষদর্শীদের মতে, কোনও ধাক্কা নয়, বরং থামে লেগেই গাড়ি বন্ধ হয়ে যায়। পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়েছে, যদি কোনও জায়গায় গাড়ির দরজা লাগে সেক্ষেত্রে গাড়িতে দাগ থাকার কথা। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ এবং চলে পাল্টা বিক্ষোভ।

এমনকি বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মিছিল করে স্থানীয় তৃণমূল কর্মীরা। শুক্রবার বিকেল ৩ টে থেকে ৫ টা অবধি কালো পতাকা নিয়ে মৌন মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।

হাসপাতাল থেকে ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর হাত পায়ে আঘাত রয়েছে। মাথায় এবং বুকে ব্যাথা রয়েছে। সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন তিনি। তবে খুব শীঘ্রই ফের ময়দানে নেমে প্রচার শুরু করবেন। এমনটাই আর্জি জানিয়েছেন দলনেত্রী।

সম্পর্কিত পোস্ট