ভোট নির্ঘণ্ট নিয়ে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি-শাহদের সুবিধা করে দিতেই নির্ঘণ্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  নির্বাচন কমিশন রাজ্যে ৮ দফায় ভোট ঘোষণা করেছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কালীঘাটে নিজের বাড়িতে, সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, অন্য রাজ্যে এক দফায় ভোট হচ্ছে অথচ বাংলায় ৮ দফা ভোট কি কারণে? তিনি বলেন তামিলনাড়ুতে ২৮৪ টি আসনে ভোট হচ্ছে, সেখানে এক দফায় ভোট। কেরোলেও এক দফায় করাচ্ছে নির্বাচন কমিশন।

বাংলায় ২৯৪ টা আসন রয়েছে, তাহলে এখানে ৮ দফায় ভোট কেন? মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কাদের সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে?

এদিন নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা রেখে ও মুখ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বলতে হচ্ছে কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত।

তিনি আরও বলেন, কমিশন হল এক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা, তারাই যদি বাংলার মানুষকে আস্থা যোগতে না পারেন তাহলে বাংলার মানুষ কার কাছে যাবেন?

আরও পড়ুনঃ কবে কোথায় নির্বাচন? দেখুন এক নজরে

এদিন নির্বাচন কমিশন বিভিন্ন দফার ভোটে যে আসন বিন্যাস করেছে তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই নির্ঘণ্ট অনুযায়ী মনে হচ্ছে আসাম, তামিলনাড়ুর ভোট আগে করে বাংলায় প্রচারে আসার সুযোগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী বলেন তামিলনাড়ু ও কেরলে একদিনের ফুটবল ম্যাচ খেলে নিয়ে, এখানে ২৩ দিনের ফুটবল ম্যাচ খেলবেন। আমরা খেলতে ভয় পাই না।

এই খেলাতেও বলছি আপনাদের হারিয়ে ভুত করে দেব। খেলা হবে। বাংলার মানুষ দেখিয়ে দেবেন তারা কার সঙ্গে আছেন। বহিরাগতদের দিয়ে বাংলার ভোটে যেতে যাবে না। ভোটে আমরাই জিতব।

সম্পর্কিত পোস্ট