খেলা হবে স্লোগানেই টিএমসি দেশজোড়া বিজেপি বিরোধী প্রচার করবে: মমতা

দ্য কোয়ারি ডেস্ক: খেলা হবে স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন।

কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা হবে দিবসের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনে তাঁর দলের স্লোগান খেলা হবে ইতিমধ্যেই তেই অন্যান্য রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। সংসদেও খেলা হবে শ্লোগান শোনা যাচ্ছে। আগামী দিনে তা দেশে ছড়িয়ে পড়বে। কিছুটা খেলা হয়েছে আগামী দিনে আরও খেলা বাকি আছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।

রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষও এবার পাবেন সর্বোত্তম চিকিৎসা পরিষেবা। নিজেদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকেই বিভিন্ন রোগের উপশমে সম্পূর্ণ বিনামূল্যে সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের তৈরি টেলিমেডিসিন প্রকল্প প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা সহজলভ্য হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ টেলিমেডিসিনের মাধ্যমে পৌছে যাবে তৃণমূল স্তরের মানুষের মধ্যে।

করোনা কালে সফল ভাবে টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে অগণিত মানুষকে সুস্থ করে তুলে নতুন নজির তৈরি করেছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে নতুন প্রকল্পের মাধ্যমে তাকে আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ২৩১৩ টি সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই টেলিমেডিসিন পরিষেবা মিলবে। পরে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র গুলিকেই এই পরিষেবার আওতায় আনা হবে। যার ফলে ওই সুস্বাস্থ্য কেন্দ্র গুলি পরিণত হবে ‘ই ক্লিনিকে।’ যেখান থেকে অনলাইনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন গ্রামবাংলার রোগীরা।

এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রসার ভারতী প্রাক্তন কার্যনির্বাহী অধিকারিক জহর সরকার বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন । বিজেপির তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জহর সরকার রাজ্যসভায় নির্বাচিত হলেন। নির্বাচিত হওয়ার পর প্রাক্তন বাঙালি আইএএস আধিকারিক জানান, এবার তিনি কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি সংসদে তুলে ধরার সুযোগ পেলেন। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনারও তিনি নিন্দা করেছেন

সম্পর্কিত পোস্ট